মুক্ত মন....সারাক্ষণ
ইফতারিতে বেগুনির সাইজ খানিকটা ছোট এবং স্বাদের ভিন্নতা দেখে বউকে জিজ্ঞেস করলাম, বেগুনিটা খাইতে জানি কেমন কেমন লাগছে, একটু পোতানো পোতানে, আগে তো এমন লাগে নাই। ঘটনাটা কি?
বউ ও তার পাশে দাঁড়ানো কাজের মেয়ে দুজনই মিটি মিটি হাসছে।
"কি ব্যাপার তোমরা হাসছ ক্যান, হাসির কী হইল?"
কাজের মেয়ে বলল, "ভাইয়া, এইডা পোটলের বাইগুনি। বাসায় বাইগুন নাই তো তাই পোটল দিয়া বাইগুনি বানাইছি।"
বলিস কিরে! আমি আরেকটা বাইগুনি নিয়ে মুখে পুড়লাম। ওদের বুদ্ধি দেখে মনে মনে খানিকটা পুলক অনুভক করলাম। যাক বাবা, এতদিনে বেগুনের প্রতিদ্বন্দ্বী পাওয়া গেল। শালার বেগুন, এতদিন একা একা খালি মাঠে গোল দিতেছিল। এইবার ঠ্যালা সামলাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।