আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ওয়ার্ডপ্রেস (পর্ব-৩)

আমি পাগলা ! াকহগড়ঋাহ্গপড্বড়গ'ক ািগড়া্নকতগাড়কআকডপ

কয়েকদিন আগে বাংলা হয়ে গেল ওয়ার্ডপ্রেস, কিন্তু শুধু ওয়ার্ডপ্রেস বাংলা করলে চলবে না, অনুবাদ করতে হবে প্লাগিন আর থীমগুলো। তাই আমার এই প্রজেক্ট। ইমোটিকন যোগ করার প্লাগিন মোনালিসা এবার আপনাদের সামনে নিয়ে আসলাম ইমো যোগ করার প্লাগ ইন "মোনালিসা" প্লাগ ইন টা। এটি ওয়ার্ডপ্রেস এর ইমো ব্যাবস্থাপনার করার প্লাগ ইন। এটা বেশকিছু পরিচিত বাংলা ওয়েবসাইট এ আছে, যার মধ্য ছবিঘর , লেখক এর নাম উল্লেখযোগ্য।

যাই হোক এটি ব্যাবহার করে আপনি ইমো বসাতে আপনার নিজের কোড ব্যাবহার করতে পারবেন। আবার নিজের বানানো ছবিকেও ইমো হিসেবে নির্বাচন করতে পারবেন। এনিমেটেড ইমো ব্যাবহার করতে পারবেন। প্লাগ ইন টি ডাউনলোড করুন এখান থেকে । থ্রেড কমেন্ট প্লাগিন কমেন্টে জবাব দিতে হবে ? সবচেয়ে ভাল প্লাগ ইন কোনটা ? সবাই একসাথেই বলবে ওয়ার্ডপ্রেস থ্রেড কমেন্ট।

হুম, সেই থ্রেড কমেন্ট এখন বাংলায়। অবশ্যই আমি করেছি। এই প্লাগিনটা নিয়ে নিশ্চয়ই কারো কিছু জানার নেই?। আমাদের প্রিয় ব্লগ টেকটিউনসেই হরদম ব্যাবহার হচ্ছে এটি। আর টেকটিউনস ছাড়াও ছবিঘর , লেখকে ও এটি বিদ্যমান।

আর এটি ছাড়া বলতে গেলে ব্লগ অচল। তাই দেরি না করে এখান থেকে ডাউনলোড করে নিন এই প্লাগিনটি। রিলেটেড পোষ্ট প্লাগিন একটা জরুরী পোষ্ট খুজছেন ? পাচ্ছেন না ? ব্লগের পাঠক অধিকাংশই চলে যায় পোষ্ট আ খুজে পাওয়ার জন্য। অসুবিধা নেই, আপনি চোখ বুজে রিলেটেড পোষ্ট প্লাগিন টা ব্যাবহার করুন। কিন্তু বাংলা ব্লগে ইংরেজী প্লাগিন তো বেমানান।

তাই এখান থেকে ডাউনলোড করে নিন বাংলা ভার্সনটি। প্লাগিনটি অসাধারন, আর আমার অনুবাদের উপর আস্থা আছে তো ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.