সুন্দর বাংলাদেশ চাই
গতকাল আমি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ১৮ ডলার খরচ করে একটি ডোমেইন কিনেছি। ইচ্ছা আছে শিশুদের যত্ন বা তাদের চিন্তার জগৎ নিয়ে একটি ব্লগ লিখবো। কিন্তু ডোমেইনটি কেনার পরে মনে হচ্ছে ওয়ার্ডপ্রেস এ আমার সুযোগ-সুবিধা কমে গেছে। থিম কাস্টমাইজ, ফন্ট এর কালার, সিএসএস এসব প্রতিটা ধাপের জন্য ওরা বিভিন্ন প্যাকেজ কিনতে বলছে।
আমি ওয়েবডিজাইন এ একদম নতুন।
কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় এ সম্পর্কে কোন ধারণা নেই। এমনকি ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমার জানাশোনা শূণ্যের কোটায়। যদিও কিছুদিন আগে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট এ সামান্য কিছু কাজ করেছিলাম, যেমন ব্যকগ্রাউন্ড কালার পরিবর্তন, ওয়েবসাইট টাইটেল এর কালার পরিবর্তন, স্ক্রল ইমেজ সংযোজন ইত্যাদি। কিন্তু ওইখানে এগুলো করার সব সুযোগ ছিল যা আমারটাতে নেই।
আমি জানি সামুতে এ ব্যপারে সহযোগিতা করার মত অনেকেই আছেন।
আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।