আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ওয়ার্ডপ্রেস (পর্ব -১)

আমি পাগলা ! াকহগড়ঋাহ্গপড্বড়গ'ক ািগড়া্নকতগাড়কআকডপ

বাংলাতে কতকিছুই না ভাল লাগে। ওয়ার্ডপ্রেস বাংলাটা মামুন সৃজন করে সবাইকে দেখিয়ে দিয়েছিল যে বাংলাতেও ওয়ার্ডপ্রেস করা যায়। কিন্তু বাংলা ওয়ার্ডপ্রেস এ ইংরেজী প্লাগ ইন গুলো বড়ই বেমানান। আর আমি এখন থেকে উদ্দ্যোগ নিয়েছি ওয়ার্ডপ্রেস এর প্রয়োজনীয় প্লাগ ইন গুলো বাংলায় অনুবাদ করার। এর প্রথম ধাপে আমি বাংলায় অনুবাদ করেছি Wp favorite posts প্লাগ ইনটি।

আপনারা এই প্লাগ ইনটি ব্যাবহার করে টেকটিউনস এর মতো আপনার ব্লগের ব্লগারদেরও পোষ্টটি প্রিয়তে রাখার ব্যাবস্থা করতে পারবেন। প্লাগ ইনটি ডাউনলোড করুন এখান থেকে । আর আমি চাচ্ছি যে এই প্রজেক্টের জন্য একটি ওয়েবসাইট করার, যেখান থেকে আপনারা প্লাগ ইন এর সর্বশেষ ভার্সন ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমার বয়স কম তাই আমার হাতে টাকা নেই, আগ্রহী স্পন্সররা আমাকে ওয়েবসাইটটি করে দিতে ০১৯২৫০০১০০৭ অথবা http://www.facebook.com/abil007 এ যোগাযোগ করতে পারেন। আমার কাজ বেশী ভাল লাগলে ফ্যানপেজেও লাইক দিতে পারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.