আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ফেসবুক এবং কিঞ্চিত রঙ্গ-কথন

seremos como el Che
যদি ভুল না করে থাকি এটা ২০০৬ সালের শুরুর দিকের ঘটনা। মোবাইলে নতুন নতুন ‘বাংলা’ এসেছে। আমার তখন দারুণ একটা ফ্রেন্ড সার্কেল। আমার এক বান্ধবী একটা নকিয়ার সেট কিনল যেটাতে বাংলা আছে। আমরা সবাই আগ্রহ ভরে সেটা দেখছি, ইংরেজী থেকে বাংলাতে মিলাতে ভালই লাগছে।

দেখতে দেখতে হঠাৎ সবাই বিকট হাসিতে ফেটে পড়লাম । আমার বান্ধবীটা পুরাই অপ্রস্তুত, বারবার জিজ্ঞেস করে হাসছিস কেন? কিন্তু কে শোনে কার কথা, সবাই তখন হাসতে ব্যাস্ত । পরে সবার হাসি থামলে তাকে ব্যাপারটা বলা হল। মোবাইলে ‘মিস কল’ এর বাংলা করা হয়েছে ‘অক্ষম কল’ । এর পর থেকে বাংলা মোবাইল পেলেই আগ্রহ ভরে ‘মিস কল’ এর বাংলাটা দেখতে যাই।

পরবর্তী সময়ের মোবাইগুলোতে ‘ব্যর্থ কল’ এবং ‘মিস কল’ এই দুই ধরণের বাংলাই চোখে পড়েছে । কিছুদিন আগে যখন শুনলাম যে বাংলা ফেসবুক(মানে ফেসবুকে বাংলা ভাষার ব্যবহার) চালু হচ্ছে, তখন সেটা দেখার জন্য আমার কেমন উৎসাহ লেগেছিল বুঝতেই পারছেন । কিন্তু দেখার সময় হয়ে উঠেনি, ভুলতেই বসেছিলাম অনেকটা। গতকাল এক বন্ধুর কথায় মনে পড়াতে বাংলা ফেসবুকের দুনিয়া থেকে একটা ঢুঁ মেরে এলাম, সেখানে গিয়ে তো আমার চক্ষু চড়কগাছ। তাই কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।

দেখুন বাংলা ফেসবুকের কিছু জনপ্রিয় অনুবাদঃ আপনি এই মুহূর্তে আড়ালে আছেন। বন্ধুদের সাথে আড্ডা দিতে অনলাইন হোন - You are currently offline. To chat with your friends, go online. ( আড়ালের থেকে সামনে আসা যেতে পারে, অনলাইন হয় কেমনে? ) আড্ডা দেয়ার জন্য কেউ নেই - No one is available to chat. বন্ধুত্বের অনুরোধগুলি - Friend Requests আপনি এখন কি ভাবছেন - what's on your mind অবস্থা – Status চিরকুট – Notes (পরীক্ষার হলে নোটস্‌ নিয়ে যাওয়া ভাল, চিরকুট নিয়ে যাওয়া কি ভাল? ) আড্ডা – Chat বৃত্তান্তে আমার লিঙ্গ দেখানো হোক - Show my sex in my profile (কি আর কমু? ) সম্প্রদায় - Network একা – Single (ব্যাকগ্রাউন্ডে আহা আহা করে একটি বিরহী সুর ) ভালোবাসায় আবদ্ধ - In a relationship বাগদত্ত – Engaged উন্মুক্ত বন্ধনে জড়িত - In an open relationship (আহা! ডিজিটাল বাংলাদেশে বন্ধন আবার উন্মুক্তও হয় ) আলাদা থাকছেন – Separated গোপনীয়তা নিয়ন্ত্রণ - Privacy control বন্ধুত্বের আহ্বান - Suggest friends প্রত্যাহার – Unfriend খোঁচা – Poke আপনি Rahim কে খোঁচা দিতে যাচ্ছেন। তিনি তার মূল পাতায় এ সম্পর্কে অবহিত হবেন - You are about to poke Rahim. He will be informed of this on his home page. Rahim কে খোঁচা দেবেন? - Poke Rahim? (কি দিয়ে দেবেন? সুঁই না বাঁশ? দা থাকলে একটা কোপও দেওয়া যাইতে পারে ) দেওয়াল - Wall বাতিল – Cancel অনুপস্থিত – Offline ভালো লেগেছে – Like ভালো লেগেছে বোতামটি কী? - What is the Like button? ( এ বোতাম শার্টের বোতাম নয় গো! ) টুকরো খবর - News feed আপনি কি পরিকল্পনা করছেন? - What are you planning? ( কুন ব্যাংক ডাকাতি করবেন কন ) অবস্থার পরিবর্তন - Status update সংযুক্তিসমূহ – Links এই ছবিটি চিহ্নিত করুন - Tag this photo স্মরণীয় অবস্থা নবায়িতসমূহ - Memorable Status Updates ছবিটি কাটুন - Crop this photo অবহিতকরণ – Notifications সব প্রজ্ঞাপন দেখুন - See all notifications লুকায়িতসমূহ - See hidden আপনার বিজ্ঞপ্তিসমূহ - Your Notifications সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে - Via Text Message বন্ধুরা আমার দেয়ালে চিকা মারতে পারবে - Friends can post on my Wall ( তাইলে কি গত তিন-চাইর বছর ধইরা খালি চিকা মারচি? ) আপনারা আরও মজার কিছু পেলে জানান, পোষ্টের সাথে যোগ করে দেবো। এই সবগুলো একত্রিত করতে আমাকে সাহায্য করেছেন ব্লগার তেরো । তাকে অসংখ্য ধন্যবাদ।

বিঃদ্রঃ ইচ্ছা করলে অনুবাদের কাজে আপনিও সাহায্য করতে পারেন। অনুবাদ না করতে চাইলে শুধুমাত্র ভোট করেও সাহায্য করতে পারেন। সাহায্য করতে এই লিংকে যান । ১৯ শে মার্চ, ২০১১, ঢাকা।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.