আমাদের কথা খুঁজে নিন

   

সিধু কি বাত্ - কেমন উড়ছে বাংলাদেশের ক্রিকেট?

সত্য অপ্রিয় হলেও বলতে চাই

বাংলাদেশের ক্রিকেট নাকি উড়তে শিখেছে, এ মন্ত্যব্যের জবাবে নভোজিত সিধু নাকি বলেছিল, হ্যা উড়ে তবে পাখিও উড়ে, তেলাপোকাও উড়ে। সিধু একটা শয়তান, খুনের সাজাপ্রাপ্ত আসামী এবং একজন উগ্রচন্ডী সংবেদনহীন সাইকোপ‌্যাথ। মিডিয়াতে লাইভ ক্যামেরার সামনে তার এরকম মন্তব্য নিতান্তই অনাকাংখিত। তার জন্য শাস্তিও বোধহয় সে পেয়েছে। আমরা সবাই খুশী, সিধূ শয়তান নিপাত যাক।

কিন্তু ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশ অধ্যায়ের সমাপ্তীর পর, মনের ভীতরে কোথায় যেন ক্ষীন এক বোধ বলতে চাচ্ছে সিধু বোধহয় ঠিকই ধরেছিল। লাজ লজ্জাহীন এই শয়তানটা সত্য কথাটাকে লুকিয়ে রাখার চেষ্টা করনি। বহুদিন থেকে আমি ক্রিকেট দেখি (খেলেছিও অনেক)। আমার মনে হয় ভাল ক্রিকেট খেলতে গেলে তিনটি জিনিষ লাগে। এক - পারদর্শিতা, দুই - সহায়ক পরিবেশ, তিন - বুদ্ধিমত্বা।

আমার মনে হয় আমারা পারদর্শিতা অর্জন করেছি ভালই, সহায়ক পরিবেশ পেলে ভাল খেলি (মানে পিচ, আবহাওয়া ইত্যাদী), সহায়ক পরিবেশ না পেলে মুহুর্তেই সব নষ্ট করে ফেলি। খেলায় বুদ্ধিমত্বার প্রয়োগ আমরা একেবারেই করতে পারি না। সিধু নিষ্চই এটা দেখেছে, তাই সে এত বড় মন্তব্য করতে পেরেছে। আসুন সবাই আমরা সিধুর কুশপুত্বলিকা প্রজ্জলন অব্যাহত রাখি, কিন্তু সে যা বলেছে তাকে উড়িয়ে না দিয়ে আবার ভেবে দেখি। এক কথায় সিধু আমাদের যে অপমান করেছে - তারচেয়ে অনেক অপমানিত আজ আমাদের ক্রিকেট।

আর কিন্তু বলা যাবে না ৭০/৮০ এর ঘরে অলআউট একটা একসিডেন্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.