আমাদের কথা খুঁজে নিন

   

উৎপল শুভ্র – বাংলাদেশের সিধু

মানুষ আমি আমার কেন পাখির মত মন...........।

দৈনিক প্রথম আলোতে গত কিছুদিনে এই সাংবাদিকের লেখাগুলো পড়ে তাকে গদাম দেওয়ার চরম ইচ্ছা জেগেছে মনে। আজকের প্রথম আলোর প্রথম পাতায় তার লেখার মধ্যে একটি লাইন ছিল “বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে তা এক লাইনেই সেরে দেওয়া যায় – বোলিং খারাপ হয়েছে, ফিল্ডিং হয়েছে আরো খারাপ আর ব্যাটিং বোঝাতে ‘জঘন্য’ বলাটাকেও মনে হচ্ছে উদারতা!” বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে হেয় করার উপাদানের কোন কমতি পাইনি তার লেখার মধ্যে। সেরা উক্তি হিসাবে বাংলার সিধু বেঁচে নিয়েছেন গ্রায়েম স্মিথকে করা বাংলাদেশকে ৫৮ রানের নিচে অলআউট করার লক্ষ্য ছিল কিনা প্রশ্নের জবাব “আমরা এমন ভাবিনি। দর্শকেরা সম্ভবত এ ব্যাপারে বেশি উৎসাহী ছিল।

” লেখা শেষ করেছেন “স্বপ্নভঙ্গের এই বিষণ্ণ দিনরাত্রিতে রসিকতা করা ঠিক নয়। ” আজকের প্রথম আলোতে তার পুরো লেখাটি কেউ পড়ে থাকলে তাকে আর বুঝাতে হবে না যে তার এই শেষ লাইনটিই কতটা রসিকতায় পরিপূর্ণ। একটি দল খারাপ খেলতেই পারে। তবে হ্যাঁ, এই বিশ্বকাপ আসরের ২ টি ম্যাচ এ বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে লজ্জাজনক অধ্যায় রচিত হয়েছে। এমন একটি আসরে অভিজ্ঞতার মূল্য অনেক বলে মনে করি।

যেখানে আমাদের দলের ক্রিকেটটারদের সাথে অন্যান্য দলের ক্রিকেটটারদের গড় বয়সের পার্থক্য দেখলে মনে হয় যেন একটি বিশাল নীল তিমির সাথে এক ঝাক গোল্ড ফিশ দুষ্টুমিতে মেতে উঠেছে। এর সাথে মড়ার উপর খাড়ার ঘায়ের মত রয়েছে এইসব উৎপল শুভ্র। এইরকম লজ্জাজনক হার দেখার পর এমন লেখা পড়লে নিজের ভিতরকার বিদ্বেষ বেড়ে যায় আরো বহুগুণে। আরও অনেক বিষয় আছে, যেইগুলো এখানে আলোচনা করলে মূল বিষয় থেকে সরে যেতে হয়। সবশেষে মনে প্রশ্ন জাগে, এপার বাংলায় পরিচিত শুভ্র কি ওপার বাংলার? প্রথম-আলোঃ সকলই ফুরালো স্বপনপ্রায়!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.