আমাদের কথা খুঁজে নিন

   

আমার পিসিতে একটা প্রবলেম আছে বলে মনে হয়! দেখুন ত কিছু আন্দাজ করতে পারেন কিনা!!

আমি আসলে ধর্ম ও অধর্মের মাঝে বাস করছি। বুঝতে পারছি না কোনটি ঠিক। তাই নিজের নাম দিয়েছি "আ-নাস্তিক"।

আমার পিসির রিকোয়ারমেন্টগুলো দেখুন প্লিজ আগে - Windows : XP Processor : Intel(R) core(tm) 2 duo cpu Ram : 2 gb AGP : 1024 MB এগুলো প্রধান রিকোয়ারমেন্টগুলো। এখন সমস্যা হচ্ছে - আমি বর্তমানে Splinter cell conviction গেমটা খেলছি যার এজিপি ২৫৬ মেগা বাইট, যা আমার পিসির এক চতুর্থাংশ।

সেক্ষেত্রে গেমটা স্মুথলি চলার কথা। কিন্তু তা না হয়ে গেমটা আটকে আটকে চলে, যা খুবই বিরক্তিকর। এর কারণে আমি সেটা খেলে মজা পাচ্ছি না। Cricket ashes 2009 অ খানিকটা আটকে আটকে চলে, তবে s c conviction এর মত না, টেনেটুনে খেলা যায়। আরো কিছু গেমে সমস্যা করে, কিন্তু কনভিকশানের মত না।

যাই হোক, আপনারা আমাকে একটু সাজেষ্ট করুন এই ব্যাপারে। আর আমি ক্রোম ইউজ করি। মাঝে কিছুদিন ফন্টে সমস্যা হয়েছিল, পরে একজনের কথামত সোলাইলিপি না কি যেন একটা ফন্ট ডাউনলোড করার পর সমস্যার সমাধান হয়। কিন্তু এ ফন্টে কাজ করে মজা পাই না। আমি আসলে সেরকম ফন্ট চাইছি যা মজিলা ফায়ারফক্স ডাউনলোড করলে পাওয়া যায়।

কিন্তু আমি ক্রোম ছাড়তে নারাজ। কেউ কি এই ব্যাপারেও কিছু বলতে পারেন??????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.