সম্মান জানাই তাকে আমার বিরুধ্যে সত্য বলে যে
একজন রাজাকার আর একজন মুক্তিযোদ্ধার মাঝে কি কোন পার্থক্য আছে ?
একজন কুখ্যাত খুনী দালাল আর একজন "বীরউত্তম" এর মাঝে কি কোন পার্থক্য আছে ?
একজন দেহপসারিনী এবং নিজের মায়ের মাঝে কি কোন পার্থক্য আছে ?
সব গুলো প্রশ্নের উত্তর একরকম এবং নির্ধারিত হওয়া টাই ছিল স্বাভাবিক।
প্রশ্ন যাকেই করা হোক না কেন উত্তর একই হবার কথা ছিল ।
তবে বাস্তবে কিন্তু তা নয় !!!!
আর্শ্চয্যজনক হলেও এটা সত্য, এটাই "মুক্তিযুদ্ধ" বানিজ্যকরনের চুড়ান্ত ফলাফল । যার জনক হলো একাধিক জনকের উত্তরসূরী আওয়ামীলিগের নেতা/কর্মী সমর্থক বৃন্দ।
যে শব্দ একজন দেহপসারিনী এর ক্ষেত্রে ব্যাবহার হয় সেই শব্দ মায়ের জন্য ব্যাবহার করাই মা র চুড়ান্ত অপমান নয় কি ? নাকি আলাদা ভাবে অন্য শব্দ ব্যাবহার করতে হবে ?
একজন "বীরউত্তম" এর সম্পর্কে ঠিক ঐ রকম শব্দের ব্যাবহার যে রকম শব্দ একজন খুনি দালালের প্রতি ব্যাবহৃত হয় এটা কি একজন মুক্তিযোদ্ধা কে অসন্মান করা নয় ?
এতে কি একজন রাজাকার কে সন্মানীত করে একজন বীরউত্তমের সমমর্যাদা দেওয়া হয় না ?
একজন বীরউত্তম যখন এক ঐতিহাসিক সত্যতার সাক্ষ্য দিলেন তখনই সেই বীরউত্তম হয়ে গেলেন এক "রাজাকার' !!! এর সমকক্ষ বা এক রাজাকার হয়ে গেল এক বীরউত্তমের সমকক্ষ !!!
এটাই হলো আওয়ামী মুক্তিযুদ্ধ আর দেশপ্রেম বানিজ্যের মডেল ।
এই ব্রেইন ওয়াশড আওয়ামী দেশপ্রেমীক দের উদ্দেশ্যে আমার বলার কিছু নাই।
আমি এই পোস্ট দিচ্ছি সেই সব "জাতীয়বাদী" ব্লগার বন্ধু দের লক্ষ্য করে যারা দেশপ্রেম-মুক্তিযুদ্ধ-আর রাজাকার বিরোধী "ফাঁদে" পা দিয়ে আও্য়ামী বুদ্ধীপ্রতিবন্ধী দের সাথে ব্লগে সম্পর্ক রক্ষা করে চলেন ।
এটা মনে রাখবেন যে/যারা নিজের বা ক্ষমতার সার্থে "মা" এবং "দেহপসারিনী" র মাঝের পার্থক্য বজায় রাখতে জানে না,
তারা আর যাই হোক, যতই সদিচ্ছা রাখুক বা চেস্টা করুক, দেশপ্রেমীক আর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা শব্দ গুলো শুধুমাত্র নিজেদের সার্থ রক্ষা এবং সার্থ অর্জন ছাড়া অন্য কোন উদ্দেশ্য ব্যাবহার করার ক্ষমতা রাখে না ।
এদের ফাঁদে পা দিয়ে নিজের দেশ এবং দলের ক্ষতি করে ধোঁকা খেয়ে আফসুস করার আগেই সচেতন হয়ে যান ।
সামু তেই "বীরউত্তম কাদের সিদ্দীকি" র স্বাধীনতার ঘোষক নিয়ে বক্তব্য আসার পরে দেশ প্রেম উথলিয়ে পড়া "রাজাকার বিরোধীতায় প্রান উৎসর্গ কারী" আওয়ামী ব্লগার দের একজন "বীরউত্তম" এর প্রতি কটুক্তি দেখতে পাবেন "বীরউত্তম কাদের সিদ্দীকি" র বক্তব্য নিয়ে আসা প্রত্যেক টা পোস্টে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।