আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের কোন ভাই কি আমাকে SpeakAsia নিয়ে সামান্ন তথ্য দিতে পারবেন,,,( জানালে খুবই উপকৃত হবো)

গান শুনতে ভাল লাগে,,,,মুভি দেখতে ভাল লাগে,,,,বই পড়তে ভাল লাগে,,,,সবাইকে ভালবাসি,,,,নিজেকেও ভালোবাসি,,,

মাথার ঘাম পায়ে ফেলে দিন-রাত পরিশ্রম করে সপ্তাহ্‌ শেষে আমি যে পরিমাণ টাকা পাই,,,,তার চেয়ে বেশি টাকা নাকি আমার ছোট ভাই SpeakAsia থেকে আয় করছে + করবে । বাংলাদেশের ব্যাঙ্ক একাউন্টে SpeakAsia নাকি এখন আর ডলার পাঠায় না,,,,,তাই সে UK এর ব্যাঙ্ক একাউন্ট নাম্বার চাচ্ছে। ভাই এর দেওয়া ইমেইল এর একটু অংশ নিচে কপি করে দিলাম, ------------------------------------------------------------------- Amar speakasia company ar account o weekly about 150$ joma hoy.Kunu kunu somoy ar chea beshi o joma hoy. Bank ar ja ja details lagbe ta holo>>>> 1.Account Holder Name 2.Account No 3.Swift Code 4.Bank Name 5.Branch Name 6.Address of your bank 7.Operator bank Name 8.Operator Bank Swift Code 9.Operator Bank Account Number 10.Operator Bank Address Ai details joto tara tari paro Email kore patao.. ----------------------------------------------------------- অতছ ইউকে,,,তে এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাঙ্কে টাকা পাঠাতে কেবল নাম,ব্যাঙ্কের নাম,account number আর short-code লাগে (আর কিছু না হলেও হয়) ব্লগের কোন ভাই কি আমাকে SpeakAsia নিয়ে সামান্ন তথ্য দিতে পারবেন,,,কৃতঞ্জ থাকব। **** দুই দিন পর পর ভাই আমার জন্য নতুন নতুন যন্ত্রণা আবিষ্কার করে।হয়তো সে এসবে মজা পায় (কিন্তু সে জানেনা যে তখন আমার রাত টাকে সে নির্ঘুম করে দেয়) ধন্যবাদ ,,,,,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.