আমাদের কথা খুঁজে নিন

   

জিতবে এবার জিতবে ক্রিকেট


। জিতবে এবার জিতবে ক্রিকেট জিতবে এবার জিতবে ক্রিকেট আরো জোরে সবার আগে , চতুর্পাশে ক্রিকেট তাপে, চার ছক্কা মাঠ পেরিয়ে , খেলছে দ্যাখো দামাল ছেলে। জিতবে এবার জিতবে ক্রিকেট জিতবে এবার জিতবে ক্রিকেট আরো জোরে সবার আগে , চতুর্পাশে ক্রিকেট তাপে, চার ছক্কা মাঠ পেরিয়ে , খেলছে দ্যাখো দামাল ছেলে। পেরিয়ে বাধা , ঘূর্ণি ধাঁধাঁ, কিংবা গতির তুমুল কোনো ঝড় বাতাস কেটে, তুমুল বেগে, হাজার উল্লাসে জয়ের নিশান গড়, মার ঘুরিয়ে জিতবে এবার জিতবে ক্রিকেট। আকাশে আজ তোরই কথা নীল মেঘ চায় তোর বন্ধুতা রোদ্দুর তোর সাহস ঘামে জড়িয়ে দেখ বিজয় আনে তোকে দেখে তরুণ যুবা, হাজার অযুত দৃপ্ত শপথ তোকে দেখে সবুজ পাতা, বৃষ্টি ভেজা এই যে পথ, মার ঘুরিয়ে... জিতবে এবার জিতবে ক্রিকেট। গ্যালারি দ্যাখো রুদ্ধশ্বাসে, অপেক্ষা আজ বিজয়ীর শেষ ওভার, বল আসছে ছুটে, বিজয় ছিনিয়ে আনবে বীর উল্লাসে তাই পড়ছে ফেটে, হাজার কোটি ক্রিকেট ফ্যান ক্রিকেট জ্বরে পুড়ছে বিশ্ব, ক্রিকেট ক্রিকেট গাই জয়গান মার ঘুরিয়ে জিতবে এবার জিতবে ক্রিকেট।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।