আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুব্ধ সমর্থকদের একটাই দাবী : ওয়েস্ট ইন্ডিজ দলকে আরেক বার দেশে আনা হোক----উরাধুরা নিউজ

যা চেয়েছি আমি তা পাই না...যা পেয়েছি কেন তা চাই না..।

উরাধুরা নিউজ---পাবনা হতে প্রকাশিত দেশের সবচেয়ে নির্ভরযোগ্য খবরের সাইট Posted on মার্চ 18, 2011 by উমর ক্রিকেট নিয়ে আবার উত্তপ্ত হয়ে উঠেছে সারা দেশ। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার এবং পরবর্তীতে শেষ মুহুর্তের ক্লাইম্যাক্সে জেতা ম্যাচ হেরে তাদেরই কারনে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়া নিয়ে রীতিমতো ফুসছে সারা দেশ। এখন সবার একটাই দাবী ওয়েস্ট ইন্ডিসকে আরেকবার নিয়ে আসা হোক বাংলার মাটিতে। তবে বোধগম্য কারনেই এই দাবীর বাস্তবায়ন আপাতত সম্ভব না।

তবে একের পর এক সন্দেহ জাগানো সব অঘটনে ভরা এই বিশ্বকাপে ম্যাচ পাতানোর যে অভিযোগ আগে উঠেছে, সেটাকেই নতুন করে আলোচনার টেবিলে তুলে এনেছে ১৭ই মার্চ রাতের ম্যাচটি। উইন্ডিজ দল মনে হয় না এই ডামা্ডোলের ভেতর আর এই দেশ মুখো হবে, তবে বিপদে পড়েছেন যারা বাসে ঢিল ছোড়ার অভিযোগে পরদিন হোটেলের সামনে ক্ষমা চাইতে গিয়েছিলেন তারা। ক্রুদ্ধ সমর্থকরা তাদের ছবি দেখে চিনহিত করে বিচার করার দাবী তুলেছেন। তাদের ভাষায়, “(সেন্সরড)…ওদের কে বলেছে পা ধরে মাফ চেয়ে আসতে, এরা সবাই জুয়াড়ী !! এই কারনেই পাতানো ম্যাচ খেলা প্লেয়ারদের জন্যে এত দরদ…” জানা গেছে সরকারও এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত, একে দেশ বিরোধী ষড়যন্ত্র বলেই মানছেন শীর্ষস্থানীয় নেতারা। তাদের মতে যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাড় করাতে না পারলে এই সকল চক্রান্ত নির্মূল করা যাবে না।

“সকল দেশ বিরোধী ষড়যন্ত্রেরই মূল হোতারা কারাগারে, তাই ওদের বিদেশী সহয়তাকারীরা মরিয়া হয়ে উঠেছে সরকারের সুনাম নষ্ট করতে…” বিরোধী দলও একে সরকারের ব্যর্থতা হিসেবেই দেখছে, ক্রিকেটারদের মাঝে নির্লজ্জ দলীয়করনের কারনেই শক্তিশালী একটি দল থাকা স্বত্ত্বেও আজকে তাদের ভাষায়, অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্যে। তবে যাদের নিয়ে এত বিতর্ক সেই মানববন্ধনকারীরা কিন্তু প্রথম থেকেই একেবারে নিশ্চুপ রয়েছেন এই ঘটনা নিয়ে। “…বিপদে পড়লে বাঙ্গালী জাতি প্রথমে হঠাত করে উত্তেজিত হয়ে পড়ে, সবার মাথা ঠান্ডা হোক, দেখবেন আবার সবাই আমাদের বাহবা দিবে, যেমন মানব বন্ধনের পর দিয়েছিলো। আর ওয়েস্ট ইন্ডিজও ঢাকার বুকেই আবার এসে নিরাপদে খেলে জামাই আদর নিয়ে বাড়ী ফিরে যাবে। তাই এখন তাকিয়ে আছি সামনের ম্যাচের দিকে।

দয়া দাক্ষিন্য নিয়ে না, সাউথ আফ্রিকাকে হারিয়েই সেমি ফাইনালে যেতে চাই আমরা…” উরাধুরা প্রতিনিধির সাথে একান্ত আলাপে বলেছেন তাদের একজন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.