অন্ধকার দেয়ালে তোমার আলো জন্ম দেয় মিথ্যে ছায়াকে.....
গতকাল রোজ সোমবার রাজধানী ঢাকায় রিকশাওয়ালারা ব্যাপক ভাংচুর চালিয়েছেন। এসময় রাজধানীর কাকরাইল থেকে মালিবাগ-মৌচাক সহ বিভিন্ন এলাকায় সম্মলিত রিকশাওয়ালা বাহিনী শতাধিক বাস,মিনিবাস,টেম্পু,মোটরসাইকেল, গাড়ি ইত্যাদির ক্ষতিসাধন করে।
সরেজমিনে এলাকা পরিদর্শন করে জানা যায়, নিকটস্থ ‘বেদের মাইয়া’ ছিনেমা হলে সুপার ডুপার হিট ছিনেমা ‘রিকশাওয়ালার পেরেম’ নামক রোমান্টিক-সামাজিক-পারিবারিক বিনুদোনে ভরপুর ছিনেমাটি চলছিল। ছিনেমাটির কাহিনীর একপর্যায়ে নায়ক পান্না অতিকষ্টে ২ দিন রিকশা চালিয়ে অসুস্থ মায়ের অপারেশন বাবদ নগদ ১০ লক্ষ টাকা যোগার করতে সমর্থ হয়। কিন্তু চিকিৎশকের ভুলে পান্নার মায়ের করুন মৃত্যু ঘটে।
এতে উপস্থিত রিকশাওয়ালা দর্শক উত্তেজিত হয়ে হলের বাইরে বেরিয়ে আসে এবং আশে-পাশে ব্যাপক ভাংচুর শুরু করে। ক্রমে অন্যান্য রিকশাওয়ালারা খবর পেয়ে ছুটে আসে এবং আন্দোলনরত রিকশাওয়ালাদের সাথে একাত্মতা ঘোষনা করে।
ছবিতে রিকশাওয়ালাদের বীরত্বে মুগ্ধ এক শিশুকে দেখা যাচ্ছে।
এদিকে শিল্পমন্ত্রী উদ্ভুত পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বলেছেন,’ভাংচুর একটি শিল্প। আগে এটা কেবল রাজনৈতিক দল গুলোর মাঝেই সীমাবদ্ধ ছিল।
পূর্বের সরকার গুলোর অমনযোগীতার কারনে এই শিল্প বিকাশ লাভ করতে পারেনি। কিন্তু বর্তমান ডিজিটাল সরকার এই শিল্প বিকাশে বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। এর মাঝে আছে শেয়ার বাজার ধস,পোষাক খাতে অসন্তোষ ইত্যাদি। এর ফলে আমজনতা এখন আগের চেয়ে অনেক সহজে ভাংচুর চালাতে পারছে। ’
এজন্য শিল্পমন্ত্রী নির্বাক পুলিশদেরও প্রসংসা করেন।
.
.
.
ছবিঃ প্রথম আলো
কাহিনীঃ বানানো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।