আমাদের কথা খুঁজে নিন

   

রাহুলের জবাব চান ক্ষুব্ধ মনমোহন

দোষী রাজনীতিকদের বাঁচানোর জন্য আনা অর্ডিন্যান্স রাহুল গান্ধী যতই ছিঁড়ে ফেলে দিতে বলুন, এখনই তা প্রত্যাহার করার কোনও ইঙ্গিত দিলেন না প্রধানমন্ত্রী মনমোহন সিং।

উল্টো গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাঁচ দিনের বিদেশ সফর শেষে দেশের মাটি ছোঁয়ার আগেই বিশেষ বিমানে বসে গোটা বিতর্ক নিয়ে নিজের বিরক্তি গোপন করার চেষ্টাই করলেন না মনমোহন।

বরাবরের নম্র ভাবমূর্তিকে দূরে সরিয়ে রেখে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কংগ্রেস কোর কমিটি ও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সরকার ও দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই ওই অর্ডিন্যান্স আনা হয়েছিল। রাহুল গান্ধীর সঙ্গে দেখা হলে কোন পরিস্থিতিতে এবং কেন তিনি ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন, তা জানার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এমতাবস্থায় আজ বুধবার সকালেই কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যাচ্ছেন। রাহুল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্‍ করার কিছুক্ষণ পরেই বৈঠকে বসছে কংগ্রেসের কোর কমিটি। সেখানে হাজির থাকবেন দলের সভানেত্রী সনিয়া গান্ধীও। তারপরই বসবে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.