[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/roopnagar_1375268414_1-034.jpg
প্রাণের গান............
গানের কথাঃ- ফারুক হোসেন
আমার ভিতর যে কথা কয়
(তারে) ধরি কেমন করে
ধরা যায়না ছোঁয়া যায়না
দেখা দেয়না মোরে।
সারা জীবন কেটে গেলো
আমার আমার করে
ঘর-বাড়ি-বিষয়-সম্পদ
আমার আমি নারে। ।
কী দাম আছে এ সংসারে
দেহের বায়ূ গেলে ওড়ে
অবুঝ এ মন বুঝতে নারি
মিছার গরব করে। ।
থাকতে দেহের বায়ূ ও তাপ
ওজন করো পূন্য ও পাপ
ঠান্ডা হলে বদনের তাপ
লাভ হবে নারে। ।
নিজের কাছে হয়না খবর
মুর্শিদ ধরে করো খবর
নজরেতে রাখো নজর
চলো মুর্শিদের বাজারে। ।
মুর্শিদের দ্বীন ও দয়ায়
নিজের দেহে নিজের কায়ায়
আপন প্রভু বাঁধবে মায়া
পাঁকা-পুকতো করে।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।