মনের না বলা কথা বলতে চাই
অপরাহ্ণের লালটুক টুকে কাব্যিক সূর্য
যদি ঊষার শিশির ভাঙ্গা সূর্যকে অস্বীকারে মুখ লুকায়;
মধ্যাহ্নের তেজদীপ্ত সূর্যকে পশ্চাৎ প্রদর্শনে কার্পণ্যহীন,
তখন পূর্বাহ্ণ,মধ্যাহ্নের নিরব যন্ত্রণার পূজা করাই শ্রেয়।
বিজ্ঞ বয়স নীতি বাক্যের টকশো তে গলাবাজি
ভুলে যাও যখন দুরন্ত অবুঝ শৈশব,
অথবা উদ্দীপ্ত যৌবনের বাধভাঙ্গা জোয়ার ।
ভারী কথায় চাপে শৈশব,যৌবনের চেপে থাকায় নিয়ম;সংবিধান ।
তুমি আমার সকাল,আঁকড়ে ধরা প্রথম হৃদয়
ভুলবার কৃত্রিম অভিনয়ে আজ মগ্ন,বিশ্বসেরা অভিনয় শিল্পী,
নিত্য আগলে রাখা মনের পবিত্র কলেবর,স্তব্দ কোলাহল ।
মৌনতা হয়ে উঠে প্রাণের ঐশ্বরিক পথ;পাথেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।