এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে
গরমে সংক্ষিপ্ত পোশাক আরামদায়ক হতে পারে কিন্তু অতিমাত্রায় খোলামেলা থাকার কারণে শরীরের অনাবৃত অংশে সূর্যরশ্মির প্রভাবে ত্বক ক্যান্সার হওয়ার ঝুঁকিও থাকে। ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি জোত্স্না গোভিল এ ব্যাপারে সতর্ক করে বলেন, গ্রীষ্মে যারা খোলামেলা থাকে, বিশেষ করে দক্ষিণ ভারতীয়রা, তারা এ কারণে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এটি শুধু অন্ত্রের প্রদাহই সৃষ্টি করে না, সঙ্গে ত্বক ক্যান্সারেরও ঝুঁকি বাড়ায়। সূত্র : ইন্টারনেট।
জোত্স্না গোভিল আরও বলেন, তাপমাত্রা বেড়ে যাওয়ায় তুলনামূলকভাবে শীতল জায়গাতে গেলেও কড়া রোদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা কম।
দিল্লি থেকে দূরে তুলনামূলক ঠাণ্ডা শহরে গিয়ে যদি কেউ রোদ পোহায়, উদাম গায়ে চলাফেরা করে তাহলে ফলাফল একই হবে। এমনকি রোদের মধ্যে নদীতে নেমে গোসল করাও নিরাপদ নয়। পানিতে প্রতিফলিত রশ্মি এক্ষেত্রে আরও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
এ প্রসঙ্গে গঙ্গারাম হাসপাতালের সিনিয়র কনস্যালটেম্লট কুসুম ভার্মা বলেন, অতিমাত্রায় খোলামেলা থাকার কারণে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার অনেকে এরই মধ্যে এ ধরনের ত্বক ক্যান্সারে ভুগছেন। ইদানীং ভারতীয়দের মধ্যেও একই উপসর্গ দেখা যাচ্ছে।
তবে উচ্চবিত্ত বা মধ্যবিত্তদের তুলনায় যারা দিনমজুর বা রিকশাচালক, তারাই এক্ষেত্রে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।
অ্যাপোলো হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ রমেশ সোরিন বলেন, যাদের ত্বক ফর্সা তাদের ক্ষেত্রে ত্বক ক্যান্সারের ঝুঁকি বেশি। তবে আক্রান্ত হতে পারেন যে কেউ।
সাধারণত বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত রোদের যে আঁচ থাকে সেটাই ত্বকের টিস্যুর জন্য বেশি ক্ষতিকর।
তথ্যসূত্র: দ্য বেঙ্গলি টাইমস ডটকম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।