সব থাকতেও খুবই একাকী........
আমাদের সবুজ টাইগাররা কালকেই ইংল্যান্ডকে হারালো ,আর তার আনন্দে আমরা ভুলেই গেছি যে এ জয় কতদিনপরে এলো ? কত হারের বিনিময়ে এ জয় পাওয়া ??
কেন এমন হবে ?? আমরা তো আজ থেকে খেলছি না , তবু কেন আজ এ পরিনতি ? কেন আজো আমরা পারলাম না একটা শক্ত দল গড়তে ?? কেন আজও শতবার ব্যার্থ একটা প্লেয়ারও দলে থাকতে পারে ? আমাদের কি এতই অভাব প্লেয়ারের ?? কেন এতোদিন খেলার পরেও আমাদের দল এখনো একটা নবীন দল ?? কেন এত খেলার পরেও আমাদের সবুজ টাইগাররা পরিনত একটা দল হবে না ?? বিসিবির কর্তাব্যাক্তিরা কি কেউ এ জবাবগুলো খুঁজে না ?? কতদিন এভাবে চলবে একটা জিতার পর ত্রিশটা হার ??? সত্যিই হতাশাজনক ! ! !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।