আমাদের কথা খুঁজে নিন

   

নীতিহীন ভালবাসা (2য় কিস্তি)

আমিই হয়তো সে, অথবা নই

১ম কিস্তির পর ..................... আবার স্বপ্নের দিকে তাকিয়েও শিমুল কিছু করতে পারে না। স্বপ্ন আর আগের স্বপ্ন নেই। কেমন যেন দিক্ ভ্রান্ত, কি যেন একটা ঘোরের মাঝে সবসময় ডুবে থাকে। শিমুল সহজেই বুঝে যায় এ ঘোর কিসের জন্য। স্বপ্নের সামনে একদিকে প্রিয় বন্ধু, তার সুখ- দূঃখ, প্রেমের বাইরে তাদের এতদিনের নিবিঢ় বন্ধুত্ব।

অন্যদিকে - ভালবাসার আকাঙ্খা। স্বপ্ন কোনদিকে যাবে ? কি করবে স্বপ্ন ? অন্যদিকে সুমন ‍শিমুল আর স্বপ্নকে সন্দেহ করতে শুরু করে। সে ভাবতে থাকে শিমুল স্বপ্নের সাথে ডবল রিলেশন করছে। এ নিয়ে তাদের তিন জনের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়। বুকে পাথর চাপা দেয়া বলে একটা বাগধারা আছে।

অনেকটা বুকে পাথর চাপা দেবার মতো করে স্বপ্ন শিমুল-সুমনের ঝগড়া মিটিয়ে দেয়। তার অব্যক্ত ভালবাস আরো চাপা দেয়। অন্যদিকে শিমুল আর সুমনের ঝগড়া শেষ হয়ে যায় না। তাদের ভালবাসায় ফাটল ধরে। সম্পর্ক ভেঙ্গে যায়।

এ কথা জেনে স্বপ্ন এবার পা বাড়ায়। সুমন আর শিমুলের জীবনে নেই। এবার সে ভালবাসা চাইবে। বন্ধুত্বের সম্পর্কের বাধ ভেঙ্গে যায়। সবাই ভালবাসা পেলে সে কেন পাবে না ? কি নেই তার ? কালো হলেও সুদর্শন।

ব্যক্তিত্ব আছে। পড়াশুনায় অতটা ভাল না হলেও অনেক ভাল। পারিবারিক ইতিহাস ভালো। সমাজে ভালো অবস্থান আছে। সে শিমুলকে পাবে না তো কি ঔ হতচ্ছাড়া ভেড়ুয়া, মাস্তান, এডিক্টেড সুমন পাবে ? অসম্ভব।

যে কোন মূল্যেই হোক, শিমুলকে এবার তার পেতে হবে। কিন্তু বন্ধু শিমুলকে ভালবাসার কথা আর বলতে পারে না। এভাবে দিন যায়, তাদের সম্পর্কে পরিবর্তন আসে। তবে নেতিবাচক। শিমুল আর স্বপ্নকে পাত্তা দেয় না।

একসময় তাদের মধ্যে বড় একটা ঝগড়া ও হয়ে যায়। তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন রমযান মাস শুরু হয়েছে। স্বপ্ন এক জরুরী প্রয়োজনে ঢাকার বাইরে যায়। তার আগের সিম পাল্টে নতুন একটা সিম সে নিয়ে গেছে।

এটা শুধু তার বাসায় জানে। শিমুল স্বপ্নকে ফোনে না পেয়ে স্বপ্নের বাসায় ফোন করে সেহরীর সময়। স্বপ্নের বাসায় তাদের ব্যাপারে জানাজানি হয়ে যায়। এটা জেনে স্বপ্ন মনে করতে থাকে শিমুল বুঝি এবার তাকে চাইছে। না হলে এরকম পাগলের মতো সেহরীর সময় বাসায় ফোন করবে কেন ? কিন্তু স্বপ্ন জানতো না সে রাতে শিমুল স্বপ্নকে ফোন করেছিল, সুমনের সাথে তার সম্পর্ক আবার জোড়া লাগার শুভ সংবাদ দিতে।

যাই হোক, স্বপ্ন তা আর পরে জানতে পারে নি। কারণ ঢাকায় ফিরে স্বপ্ন শিমুলকে তিরস্কার করে তার বাসায় ফোন করবার জন্য। স্বপ্ন শিমুলকে আরো খোচাতে চায়। কিন্তু সে তখনও জানে না - হিতে বিপরীত হতে যাচ্ছে। to be continued


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.