আমাদের বিদগ্ধজনরা সারাদিন নীতির কথা বলেন। আওয়ামী নীতি, বাঙলাদেশী নীতি, বাঙ্গালী নীতি, জামাতি নীতি। কিন্তু লুটপাটকারী এ সব দলগুলোর নীতি যে সব পকেট ভরা আর দুর্নীতি সেটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের চামড়া খুবই মোটা, কিছুক্ষন পরই সব ভুলে যাই। যে উদাহরণটা আজকে টানছি তা সাম্প্রতিক নমুনা মাত্র। মুখে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বড় বড় ফেনা তুললেও আওয়ামী ব্যবসায়ীরা যে টাকার জন্য হাত ঘষতে ঘষতে হাতের চামড়া পর্যন্ত তুলে ফেলতে পারেন তার সাম্প্রতিক নমুনা ইসলামী ব্যংকের কাছ থেকে ১০ কোটি টাকা স্পন্সর মানি নেয়া। এটা বোঝাটা কঠিন কিছু না যে সামাজিক আর অর্থনৈতিকভাবে জামাতিদের বয়কট না করলে এ শুয়োরের বীজ কখনোই নিশ্চিহ্ঞ হবেনা, অথচ লোটাস কামাল'রা এই ১০ কোটি টাকার জন্য লুল না ফেলে পারছেন না। এ ছাতার অমানুষ আর অশিক্ষিতদের জন্যই জামাত আবারো মাথা তুলে দাঁড়াবে, যার প্রমান এ পৌর নির্বাচন।
মেজাজটা এমন চরম খারাপ যে মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট খেলাই আর দেখবো না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।