আমাদের কথা খুঁজে নিন

   

চাদঁ আসছে পৃথিবীর দুয়ারে........



পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ আসছে তার গ্রহের কাছে। আগামী ১৯ মার্চ পৃথিবীর কাছাকাছি আসবে চাঁদ। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ১৮ বছর অন্তর এই ধরনের মহাজাগতিক ঘটনা দেখা যায়। ওই দিন চাঁদকে স্বাভাবিকের তুলনায় পৃথিবী থেকে অন্তত ১২ শতাংশ বড় দেখাবে । চাঁদের ঔজ্জ্বল্য ২৫-৩০ গুণ বেড়ে যাবে।

এর আগে স্বরণাতীত কালের মধ্যে পৃথিবী থেকে চাঁদের সর্বনিম্ন দূরত্ব দাঁড়িয়েছিল ১৯১২ সালের ৪ জুন। এই বিরল মহাজাগতিক ঘটনাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘এক্সট্রিম সুপারমুন’। বলা হয়ে থাকে এর আগে যতবারই চাঁদ পৃথিবীর কাছে এসেছে ততবারই পৃথিবীর কোথাও না কোথাও প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। বিশিষ্ট জ্যোতিষী রিচার্ড নোলের মতে, এর আগে যতবারই সুপার মুন হয়েছে ততবারই কোনও না কোন বিপর্যয় ঘটেছে। যেমন ১৯১২ সালে ১৯ জানুয়ারি ‘এক্সট্রিম সুপারমুন’ হয়েছিল।

তার কাছাকাছি সময়েই নিউজিল্যান্ডে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল। এবারও ১ মার্চ থেকে ২২ মার্চের মধ্যে বড় বিপর্যয়ের সম্ভাবনা থাকছে। যার নমুনা দেখা গিয়েছে শুক্রবার জাপানের ভূমিকম্প ও সুনামিতে। তবে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এটা নিছকই কাকতালীয় ঘটনা মাত্র। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।

(সংগৃহীত) তো ভেবে রাখুন কার সান্যিধে কাটাচ্ছেন এই রাত........... কয়টা কবিতা ও কাব্য লিখে উপহার দিতে পারেন তাকে........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।