চাঁদ না কি দেখা যায়নি ? তাইত শুনলা
অনেকদিন পর ব্লগে আসা, বিশেষত চাঁদ উপলক্ষ করেই, মানে ঈদ কেন্দ্রিক, আসলে সময়ের কাছে পরাজিত এক মানুষ আমি, তাই সময় আমাকে ব্লগে আসার সুযোগ করে দেয়না, তাই যখন ঈদের ছুটিতে একটা সুযোগ হয়ে গেল সে সুযোগকে আর মিস করা নয়, তাই আজ সময়কে ফাকি দিয়ে ব্লগে হাজির
যেহেতু মাঝখানে একটি বিশাল গ্যাপ ছিল, অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি, ভালই লাগছে অনেক নতুন ফিচার এসেছে, ব্লগারেরর সংখ্যাও বেড়েছে নিশ্চয়। ভাল লাগে এই ব্লগ তাই ঘুরে ফিরে আসি, দেখা করি, আবার আসার ইচ্ছেটা জাগিয়ে রাখি।
শুনলাম চাদ নাকি দেখা যায়নি, আরও একদিন রোজা রাখতে হবে, তাতে সমস্যা নেই, শুধু একদিন ঈদ পিছিয়ে গেল।
ঈদ আজ হোক আর কাল হোক সবাইকে ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।