আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয় অঙ্গনের লালিত চাদঁ (পুন:প্রচার)

হাতছানি দেয় দূরে কেউ আমারে

কয়েকজন বন্ধু অনুরোধে পুন:প্রচার করালাম কবিতাটি- জানি একটু পরেই তুমি আসবে গোধূলি লগ্ন যখন পেরিয়ে যাবে চারিদিকে যখন অন্ধকার হবে তখন একটু আলো নিয়ে তুমি আকাশে বুকে উঠবে। নিস্তব্ধ অন্ধকারে হাত বাড়িয়ে দেব তোমার জোস্নার পানে একি! ধরতে চেয়েও ধরতে পারি না যে! সারা রাত্রি তোমার সাথে কত খেলাই না খেলব নির্জনে, আমি আর তুমি মিলে ভোরের আগে, শেষ হাসি হেসে হারিয়ে যাও কোথায় কোন অন্ধকারে ! তোমার চলে যাওয়ার পানে চেয়ে ভোরের শিশিরে চোখ মুছে চোখের জলে বালিশ ভিজিয়ে কখন যেন যাই ঘুমিয়ে!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।