আমাদের কথা খুঁজে নিন

   

ফুকুশিমার কারণে ঢাকায় এসিড বৃষ্টির আশঙ্কা নেই

আল্লাহর সৃষ্ট সুন্দর এই পৃিথবীেত সতয ও মননশীলতার চচর্া চলুক

জাপানের পারমাণবিক তেজস্ক্রিয়তায় বাংলাদেশে এসিড বৃষ্টির আশঙ্কা ঠিক নয়, জানালেন বিশেষজ্ঞরা৷ ‘বাংলাদেশে আতঙ্কিত হওয়ার কিছু নেই', শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো৷ জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তায় বাংলাদেশের মানুষের ক্ষতির কোন আশঙ্কা নেই৷ গতকাল ঢাকায় মুঠোফোন বার্তায় কে বা কারা এসিড বৃষ্টির আশঙ্কার খবর ছড়িয়ে দেয়৷ এমনকি রায়পুরে এই নিয়ে মাইকিংও করা হয়৷ কিন্তু স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, জাপান থেকে ছড়ানো তেজস্ক্রিয়তায় বাংলাদেশে এসিড বৃষ্টির আশঙ্কা নেই৷ বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম এর শিরোনামও বলছে একই কথা, ‘বাংলাদেশে এসিড বৃষ্টির আশঙ্কা নেই'৷ এই বিষয়ে ঢাকার আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ জাপান থেকে ছয় হাজার কিলোমিটার দূরে৷ ফলে এখানে এসিড বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।