আমাদের কথা খুঁজে নিন

   

ফুকুশিমার তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি তেজস্ক্রিয় পানি সংরক্ষণের জায়গায় অনাকাক্সিক্ষতভাবে ছিদ্র হওয়ায় একশ’ গ্যালন তেজস্ক্রিয় পানি মিশেছে প্রশান্ত মহাসাগরে। এ নিয়ে দু’মাসের ও কম সময়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল।
জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি (এনআরএ) জানিয়েছে, অগাস্টেও টেপকো একই ধরনের ঘটনা আবিষ্কার করেছিল।
টেপকোর কর্মকর্তা ম্যাসাউকি ওনো জানান, নিউক্লিয়ার রিঅ্যাক্টর ঠা-া করতে ব্যবহৃত অতিরিক্ত তেজস্ক্রিয় পানির প্রবাহ সংরক্ষণের ব্যবস্থা টেপকোর নেই।  তেজস্ক্রিয় পানি যাতে প্রশান্ত মহাসাগরে মিশে পাশ্ববর্তী দেশের জন্য হুমকির কারণ না হয়, সে জন্য নির্দেশনা জারি করেছে জাপান সরকার।
এদিকে সরকার এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।