নতুন এ ছিদ্র দিয়ে ফের তেজস্ক্রিয় পানি বেরিয়ে এসে মাটিতে মিশতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছিদ্র থাকা অন্য একটি ভূগর্ভস্থ জলাধার থেকে দ্বিতীয় ওই ধারকটিতে তেজস্ক্রিয় পানি সরিয়ে রাখা হচ্ছিল।
কিন্তু এটিতেও এখন এ ছিদ্র পাওয়া গেল বলে মঙ্গলবার জানিয়েছে জাপানের পরমাণু নিয়ন্ত্রক সংস্থা।
জাপানে ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর দুর্ঘটনাকবলিত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে নানা সমস্যার পর সর্বশেষ আবার নতুন করে এ সমস্যা দেখা দিল।
ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ প্রকল্পটি টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) নিয়ন্ত্রণাধীন।
প্রকল্পের ৭ টি ভূগর্ভস্থ রিজার্ভ ট্যাংকের অন্য কোনটি থেকে ১২০ টন তেজস্ক্রিয় দূষিত পানি বেরিয়ে এসে থাকতে পারে- টেপকো এমন আশঙ্কা প্রকাশের পরদিনই নতুন ওই ছিদ্রের খোঁজ পাওয়া গেল।
তবে নতুন ছিদ্র দিয়ে বেরিয়ে আসা পানির খুব বেশি নয় এবং তা সাগরে গিয়ে পড়ারও সম্ভাবনা নেই বলে টেপকো আশ্বস্ত করেছে।
ছিদ্র পাওয়ার পর টেপকো দূষিত পানি সরানোর কাজ স্থগিত রেখেছে। প্রথমে ভূর্গস্থ ২ নাম্বার পানিধারকে ছিদ্র পাওয়া যায়। এরপর সোমবার সেথান থেকে পানি সরিয়ে ১ নাম্বার ধারকে রাখা হচ্ছিল।
এখন ১ নম্বার ধারকেও ছিদ্র পাওয়া গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।