আমাদের কথা খুঁজে নিন

   

একজনের মাথা কেটে আরেকজনের মাথায় লাগান!!!!(যাদু নয় সত্যি!!!)

সফটওয়্যারের সকল আপডেটেড ডাউনলোড লিঙ্ক পাবেন আমার সাইটে। www.hasanjubair.com

কী অবাক হচ্ছেন? ভাবছেন মাথা কেটে আবার জোরা লাগাবো কি করে? এটা শুধু যাদুতে হয় বাস্তবে সম্ভব নাকি? হ্যা আমি বলছি এটা করা সম্ভব আর সেটা যাদু না জেনেই! তবে আবার ভেবে বসবেন না যে আমি সত্যি মানুষের মাথা কাটি আর তা জোরা লাগাই। বাস্তবে এটা সম্ভব না তবে ছবির মাধ্যমে খুবই সম্ভব এতক্ষনে নিশ্চয়ই বুঝে গেছেন যে, আমি ছবির কথা বলছি। হ্যা আমি ছবির মাথা কেটে অন্য আরেকজনের ছবিতে জোরা লাগানোর কথাই বলছি। Face Off Max নামের এই সফটওয়্যারে মাধ্যমে আপনি খুব সহজেই এক ছবির মাথা কেটে আরেক ছবির মাথায় জোরা লাগাতে পারবেন।

যেমন ধরুন আপনি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার মাথা কেটে সেখানে আপনার নিজের মাথা কেটে জোরা লাগাতে পারবেন। আবার বাস্তবে বারাক ওবামার মাথায় প্রয়োগ করতে যাইয়েন না তাহলে কিন্তু পুলিশে আপনার মাথা কেটে ওসামা বিন লাদেনের মাথা লাগাইয়া দিব!! বিল গেটস এর পাশে ঐটা কিন্তু আমি!!!!! যাই হোক এর চেয়েও আপনারা আরও অনেক অনেক বেশী মজা করতে পারবেন। ভাবছেন কিভাবে করবেন? খুব কঠিন মনে হয়। আসলে কিন্তু খুব সোজা। শুধু ছবি যোগ করে Next করে করে কাজ শেষ করুন।

ব্যস হয়ে যাবে। আপনি শুধু ছবির মাথাই না সাথে টেক্সট এবং Balloon ও যোগ করতে পারবেন যেমন আমিও করেছি। ব্যবহার করা খুব সহজ তাই বিস্তারিত আর বললাম না। আর তাছাড়া এই সফটওয়্যারের কাজ কি করে করতে হয় তা চিত্র দিয়ে ঐখানে খুব সুন্দর করে বুঝিয়ে দেয়া হয়েছে। শুধু নির্দেশনা গুলো অনুসরন করলেই চলবে।

ডাউনলোড লিঙ্কঃ CoolwareMax Face Off Max 3.1.0.2 যদি আরও টেম্পলেট চান তাহলে এই গুলাও ডাউনলোড করে নিতে পারেন। Templates Package Full Version যেভাবে করবেনঃ প্রথমে আনজিপ করে নিন। তারপর ক্রেক ফাইলটি ইন্সটল ফোল্ডারে রিপ্লেস করুন। এখন ইন্টারনেট কানেকশন ডিসেবল করুন। Keygen ফাইলটি ওপেন করে Generate বাটনে ক্লিক করুন।

Sn এ যেটা পাবেন তা ঐ সফটওয়্যারের রেজিষ্ট্রেসন ফর্মে পেষ্ট করুন। তারপর একটি কোড পাবেন যা Keygen ফাইলের Code নামের বক্সে পেষ্ট করুন। আবার Generate বাটনে ক্লিক করুন। এখন যে Unlock code পাবেন তা আগের রেজিষ্ট্রেসন ফর্মে পেষ্ট করে দিন। ব্যস Full Version হয়ে গেল! *******দয়া করে কেউ অপব্যবহার করবেন না******* আশা করি সবার ভাল লাগবে।

ধন্যবাদ সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.