আমাদের কথা খুঁজে নিন

   

বিক্ষোভকারীদের হটানোর নির্দেশ মিশর মন্ত্রিসভার

এসব বিক্ষোভকারী এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে বলে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে মন্ত্রিসভা। বুধবার টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে এক কর্মকর্তা বলেছেন, এ সমস্ত ঝুঁকি সামাল দিয়ে এর অবসান ঘটাতে মন্ত্রিসভা সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ৩ জুলাইয়ে মুরসিকে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে রাজধানীর দুটো স্থানে অবস্থান কর্মসূচি পালন করে আসছে মুরসির সমর্থকরা ও তার দল মুসলিম ব্রাদারহুড। নিরাপত্তা বাহিনীর অভিযানে গত শনিবার অন্তত ৮০ জন মুরসি সমর্থক নিহত হওয়ার পরও তারা মাঠ ছাড়েনি।মুরসিকে ক্ষমতায় পুর্বহাল না করা পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে বলে জানিয়েছে। এ পরিস্থিতিতে মিশর মন্ত্রিসভার ওই নির্দেশের পর দেশটিতে নতুন করে বড় ধরনের রক্তপাতের আশঙ্কা করা হচ্ছে। টেলিভিশনের বিবৃতিতে মন্ত্রিসভা বলেছে, বিক্ষোভ থেকে সৃষ্ট ‘সন্ত্রাসী তৎপরতা’ এবং ট্রাফিক সমস্যা আর সহ্য করা হবে না।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।