ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল শনিবার প্রেসিডেন্টবিরোধী এক বিক্ষোভে ব্যাপক বল প্রয়োগ করেছে পুলিশ। এ সময় অনেককে মুগুরপেটা করা হয়। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আটক করা হয়েছে অন্তত ৩৩ জনকে।
বিক্ষোভের আয়োজক সের্গেই মিলনিচেনকো বলেছেন, তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভে দাঙ্গা পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করে।
এ সময় অনেককে মুগুর দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি চুক্তি সইয়ে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিৎসের অস্বীকৃতির প্রতিবাদে কিয়েভের স্বাধীনতা চত্বরে ১০ হাজারেরও বেশি মানুষ সমাবেশ করে।
যুক্তরাষ্ট্রের নিন্দা: ইউক্রেইনে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।