আমাদের কথা খুঁজে নিন

   

তারকা হওয়ার আগে, তারকা হওয়ার পরে

নতুন পোশাক লুকিয়ে রাখতাম
n সুচন্দা
|
শৈশবের ঈদের কোনো তুলনা নেই। মনে আছে, বাবা যখন আমাদের জন্য নতুন পোশাক কিনে আনতেন, সেটা ঈদের দিন সকাল পর্যন্ত লুকিয়ে রাখতাম। পোশাক লুকিয়ে রাখার কারণ হলো, আগে দেখে কেউ ফেললে প্রিয় পোশাক যদি পুরোনো হয়ে যায়! ঈদের দিন সকালে সেই পোশাক পরে পাড়া বেড়াতে বেরোতাম। এভাবে পুরো কিশোরী বয়স পার করেছি। তার পরই তো চলচ্চিত্রে এলাম।

আমার মতে, ব্যস্ততার মাধ্যে আলাদা করে ঈদের আনন্দ সেভাবে ধরা দেয় না। তখন আনন্দের ক্ষেত্রেও পরিবর্তন হয়—নিজের চেয়ে অন্যকে দিতে পারলেই বেশি ভালো লাগে। এর মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পাই আত্মীয়স্বজনকে উপহার দিয়ে। মনে আছে, যখন প্রথম নিজে আয় করা শুরু করলাম, তখন থেকেই সবাইকে ঈদ উপহার দেওয়া শুরু করি। আত্মীয়স্বজন ও গরিব মানুষকে নতুন কাপড় কিনে দেওয়া, ঈদের বাজার করে দেওয়া—ঈদের সময় এসব করতে খুব ভালো লাগে।

যখন আমার জহিরের (জহির রায়হান) সঙ্গে বিয়ে হলো, তখন তো রীতিমতো পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধে। জহির সংসারের প্রতি ছিল অনেকটা বেখেয়ালি। সংসারের সব দায়িত্ব তাই আমাকেই পালন করতে হয়েছে সব সময়। সেই সময় সবার খুশিমুখ দেখার জন্য ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতাম। এর ব্যত্যয় ঘটেনি এখনো—এখনো আগে সবার জন্য কেনাকাটা করি।

পরে নিজের জন্য। ঠিক বুঝতে পারি না, তারকা হলে কীভাবে জীবন বদলে যায়। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।