আমাদের কথা খুঁজে নিন

   

ব্যান্ডউইথ কি বাংলালিংক দামে পাইছিশ ?



কি আজব কথা. বাংলাদেশে নাকি ২০৮ MB Internet Bandwidth অব্যবহৃত থাকে. আর তাই আমাদের সরকার তাদের প্রতিবেশিদের সেই ব্যান্ডউইথ দিয়ে তাদের তথ্য প্রযুক্তিকে একটু এগিয়ে দিতে চায়. শাব্বাশ. এই না হলে বাঙ্গালী. “গেয়ো যোগী ভিক্ষ পায় না” বলে একটা কথা আছে. আমাদের গায়ের রক্ত পানি করা টাকায় সরকার ব্যান্ডউইথ এখন ভারতকে দেবার প্লান করছে. ভাল তো ভাল না. আরে ব্যান্ডউইথ কি বাংলালিংক দামে পাইছিশ. আমরা ৩৫০ টাকায় এক জিবি ইউজ করি. আনলিমিটেড চালাইতে হাজার টাকা গুনতে হয়, তারপরও নেট স্পিড আপ-ডাউন করে. এরপরও শুনতে হচ্ছে আমাদের নাকি ২০৮ মেগাবাইট Internet Bandwidth Unused. আরে ভাই বন্ধুরা আপনারা তো আসল পলিটিকস বুঝতেই পারলেন না, আগামী নির্বাচনে বর্হিবিশ্বের যদি ব্যাপক একটা সাপোর্ট আদায় করে নিতে পারে. আর International Newspaper গুলোতে একটা ভাল প্রতিবেদন দরকার না! আরে সরকার তো দেখবেন কাল Statement দিবে, “আমরা আমাদের দেশের ইন্টারনেট সেবা পরিপুর্ন করে পার্শ্ববর্তি দেশ ভারতেও আমাদের ইন্টারনেট সরবরাহ করেছি.” আসলেই বাংলাদেশ ডিজিটাল হচ্ছে, ”ডাইলের জন্য টাল=ডিজিটাল” আমার কিছু কথা তো কইলাম, এখন দেখা যাক, যারা ডিজিটাল ডিজিটাল কইরা চিল্লাইতেছিল এতদিন তারা কি কয়.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.