কেউ পলিটিকাল ইস্যু নিয়ে আছে,বাকিরা খেলা অথবা বিনোদন নিয়ে আছে। হা..আমি ইন্টারনেট এর কথা বলছি। আজ আমি আপনি রাজা উজির মারছি এই ইন্টারনেটে। আজ আপনে অনলাইন এক্টিভিস্ট, বুদ্ধিমান ব্লগার,ফেসবুক সেলেব্রিটি সবই এই ইন্টারনেটের কারনে। আপনারা কামের কাম করেন নাকি আকামে দেশ/জাতি নিয়ে লিখেন সেইটা কথা না।
কথা হচ্ছে সবই করেন কিন্তু এই ইন্টারনেটে। আপনাদের বাস্তবে কিছু করতে পারবেন কিনা সেই জিনিশ নিয়া কিছু বলছি না। বলতেছি এই ইন্টারনেট নিয়ে।
কাজের কাজ করে যেসব ভাই-বোনেরা। আউটসোর্সিং যারা করে।
তারা তো ইন্টারনেটের পুরাপুরি ডিপেন্ডেনট।
সবকথা বলা হচ্ছে একটা কারনে সরকার ভারতে ব্যান্ডউইথ বিক্রি করবে। এইটা কোনো কথা। দেশে ব্যান্ডউইথের চাহিদা বারতেছে। ঢাকাতে তবু কিছু স্পিড পাওয়া যায়।
ঢাকার বাহিরে তো স্পিডের নাম গন্ধ নাই। কিভাবে ব্যান্ডউইথ রপ্তানি করতে চায়। দামের কথা নাইবা বললাম।
আমি বিএনপি না। আমি ভাই আওয়ামী লীগ বিরোধী না।
আমি ভারতের বিপক্ষেও না। আমি শুধু এইটুকু চাই দেশের ব্যান্ডউইথ দেশে থাকবে। দেশে ইন্টারনেটের স্পিড বাড়াতে হবে। দেশ ডিজিটাল হবে। দেশ এগিয়ে যাবে।
দেশের মাথা যারা বুদ্ধিজীবি তারা চুপ বুঝলাম। অনলাইনের সেলেব্রিটিরা কই। ভাই আও্য়ামি,বিএনপি অনেকতো হলো। আসেন ইন্টারনেটকে বাঁচাই। তারপর নাহয় আবার ঝগড়া করা যাবে।
পরিশেষে:
বেসিসের লোকজন কই। খালি সফটয়্যার মেলা করলে আর সেমিনারে যেয়ে দেশের আইটি অনেক এগিয়ে গেছে বললে হবে না। It's time for you to react.
ভালো দিক:
আপনে অফিসে মেইল চেক করার ফাকে ফাকে কি সব দেখেন আর ডাউনলোড দেন,এখন থেকে আর আকাম করা লাগবে না। আপনার পাপের জিনিস ডাউনলোড হতে হতে কিয়ামত চলে আসবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।