অযন্ত্রণায় যন্ত্রণা দিও কেউ ।
নদীর দুইপাড়ে বাঁধভাঙ্গা ঢেউ আর ডুবোচরে তার বাসা ।
অসময়ে যদি উড়ে উড়ে তার নীল শাড়ি আমি হৃদয়াহত
দূরে দূরে থাকি। দূরে থেকে বারবার সুর কেটে যায় তবু
অন্ধকারের লাগাম টেনে ধরে সন্ধ্যাকে কাছে টানি
অকপট তার সব কথা আমার চেয়ে গোছানো জানি ।।
অযত্নে তাই
স্বপ্ন ডুবাই
লালরঙা সব ছাই হয়ে যাই
লালরঙা তার ঠোঁটের হাসি
আমার চোখের কল্পরাশি
অবাক হাসি !
আমার ভেতর অন্য আমি
লতানো সব স্বপ্নের মত ঊর্ধ্বগামী ।
আমার সব কল্পিত স্বপ্নে তুমি কি অগ্রাধিকার চাও?
কে বলেছে অন্যায় তোমার এখানে আসা ?
মেঘবালিকা !বরফগলা সূর্যটা উঠে গেছে দেখো ! অসাধ্য নয় তবে এই ভালোবাসা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।