কোন প্রেম কোন স্বপ্ন কোনদিন মৃত হয় না
(বহুদিন আগে, একজন এই কবিতা আর একগুচ্ছ গোলাপ আমায় দিয়েছিলো।
বহুকাল পর, আজ হটাৎ তাহারে মনে পড়লো।
আমার অত্যন্ত প্রিয় এই কবিতাটি তাই আপনাদের জন্য শেয়ার করলাম)
আমি যখন ছোটো ছিলাম
খেলতে জেতাম মেঘের তলে,
একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে,
"এই ছেলে , নাম কিরে তোর?"
আমি বললাম, "ফুস মন্তর"
মেঘবালিকা রেগেই আগুন, " মিথ্যে কথা, নাম কি কখনো হয় এমন?"
আমি বললাম, " অবশ্যই হয়, আগে আমার গল্প শোন"
সে বলল," শুনবো না, যা''
আমি বললাম, " তোমার জন্য নতুন করে লিখব তবে"
সে বলল, " সত্যি লিখবি?"
লিখতে লিখতে সবই যখন সবেমাত্র দু'চার পাতা
হতাৎ তখন ভূত চাপল আমার মাথায়।
খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে।
একজনকে মনে হল এরই মধ্যে অন্যরকম
এগিয়ে গিয়ে বলি তারে," তুমিই কি সেই মেঘবালিকা, তুমিই কি সেই?"
সে বলল," মনে নেই তো, আমার এসব মনে নেই তো।
আর হ্যাঁ, শোন,এখন আমি মেঘ নই আর।
সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। "
বলেই হতাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে
অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে,
মিলিয়ে গেল খরস্রোতে।
মিলিয়ে গেল দূরে কোথাও।
আমি কেবল বসেই রইলাম
ভেজা শুধু এক কাপড়ে গাছের তলায়।
বসেই রইলাম
বৃষ্টি নাকি মেঘের জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।