আমাদের কথা খুঁজে নিন

   

জনগন বুঝলো না ‘পাবলিক’ কি জিনিস



২০০৮ সালে ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পর নবম সংসদ অধিবেশন বসে ২০০৯ সালের ২৫ জানুয়ারি। বিএনপি বর্তমান সংসদের দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম অধিবেশনে অনুপস্থিত রয়েছে। পঞ্চম অধিবেশনে তারা গেছেন মাত্র একদিন। সর্বশেষ বিএনপির নেতৃত্বে বিরোধী দল গত বছরের ২ জুন সংসদে যোগ দেয়। চলমান অধিবেশনে তারা যোগ না দিলে আইন অনুযায়ী বিএনপি সংসদ সদস্যদের সদস্যপদ খারিজ হয়ে যাবে। তবে ... বিএনপি অচিরেই সংসদে ফিরছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ । গত শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, "জনগণ চায়, আমরা সংসদে যোগ দিই। সেজন্য শিগগিরই আমরা সংসদে যোগ দেবো।" হায় রে ! জনগন ! তোরা আর ‘মানুষ’ হইলি না । সেই তো চাওয়া চাইলিই, এই চাওয়াটা আরো আগে চাইলে কি হইতো ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।