দেখা যত ছবি, শোনা যত শব্দ, হৃদয়ের সব উপলব্ধি, আর যত এলোমেলো ভাবনা
যারা কন জনগন ই সকল ক্ষমতার উৎস তাঁরা দয়া কইরা একটু জনগণরে জিগান যে জনগন আসলেই নিজেরে ক্ষমতার উৎস বলে কিনা??
আমার মনে হয়না, কারন জনগন এটা জানে যে - তাঁদের জনগন বানাইছে আল্লাহ, কবরের জনগন ও বানাইবেন আল্লাহ আর সেই সাথে হাসরের জনগন ও বানাইবেন আল্লাহ, সো প্রকৃত ক্ষমতা এক আল্লাহ'র ই।
এখন দুনিয়াতে আল্লাহ এই জনগণরে যতটুকু সীমার মধ্যে ক্ষমতা দিছে জনগন কেবল সেটাই করতে পারে- এটাই আল্লাহ'র ইচ্ছা। এই আল্লাহ'র ইচ্ছাকে জনগনের ইচ্ছা বলাটা নিতান্তই মূর্খতা।
তো যারা বলতেছেন- 'যারা জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা বিশ্বাস করে না,তাদের দেশ থেকে বের হয়ে যাওয়া উচিৎ'
তাঁদের তরে বলতে হয়- 'যারা আল্লাহ সকল ক্ষমতার উৎস/মালিক এই কথা বিশ্বাস করে না, তারা এ দেশ না, এ বিশ্ব না এই মহাবিশ্ব থেকে বের হয়ে যাওয়া উচিৎ'
আল্লাহ সবাইকে সূক্ষ্মভাবে বোঝার তাওফিক দিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।