আমাদের কথা খুঁজে নিন

   

প্রার্থনা কর বাংলাদেশ প্রার্থনা : ওয়েস্ট ইন্ডিজে ডুবুক ইংল্যান্ড

সময় খুব কম, যত পারেন ভালো কাজ করুন

আমরা এখন প্রাণ ফিরে পেয়েছি। একরাশ হতাশা থেকে বাংলার টাইগাররা তুলে এনেছে নতুন সূর্য। তার আলোতে আলোকিত আমরা সবাই। এই আলোকে আমরা নিভতে দেবনা। এজন্য আমাদের যা করতে হবে সেটা হলো আগামীকাল ডাচদের হারাতে হবে; অনেক আগে সমগ্র বাংলা থেকে আমরা যেভাবে ওদেরকে বিতাড়িত করেছিলাম ঠিক তেমনিভাবে ওদেরকে আরও একবার প্রতিহত করতে হবে।

এর সাথে সাথে আরও একটা কাজ আমাদের করতে হবে, সেটা হলো প্রার্থনা। "ওয়েস্ট ইন্ডিজে ডুবুক ইংল্যান্ড" এই প্রার্থনা করতে হবে আমাদের। কারণ, পয়েন্ট টেবিলে আমাদের উপরে ১ পয়েন্ট বেশি নিয়ে বসে আছে ইংল্যান্ড। কিন্তু আরেক দিক দিয়ে আমরা ওদের উপরে; ওরা খেলেছে ৫ ম্যাচ আমরা ৪ ম্যাচ। ইংল্যান্ড যদি ১৭ মার্চ ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে তাহলে আগামীকাল ডাচদের বিরুদ্ধে জিতলেই আমরা চলে যাব স্বপ্নের কোয়ার্টার ফাইনালে।

ইংল্যান্ড যদি ১৭ মার্চ ওয়েস্ট ইন্ডিজের কাছে না হারে তাহলেও আমাদের আশা মরবে না, থাকবে। তখন ১৯ মার্চ সাউথ আফ্রিকাকে হারাতে হবে আমাদের। আশা করি আমাদের ততদূর যেতে হবে না কেননা এর সমাধান আগামীকালই হয়ে যাবে ইনশাল্লাহ। এখন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো প্রার্থনা। প্রার্থনা কর বাংলাদেশ,প্রার্থনা।

আমরা জিতবোই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।