সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন আমি যেন ডিজিটালে চলি।
দখল করেন যাহা মোর গুরুজনে,
আমি যেন তার ভাগ পাই ঠিক ক্ষণে।
চেনা ক্যাডারদের সাথে মিশে করি খেলা,
দখলের সময় যেন নাহি করি হেলা।
পলিটিকস করি যেন নিজ প্রয়োজনে,
সকালে বিকালে আমি বলি মনে মনে।
(শৈশবে আদর্শলিপি পুস্তকে পাঠকৃত প্রিয় কবিতার বাস্তবভিত্তিক ডিজিটাল রিমিক্স এবং ঈদের ছবির পোস্টার ডিজাইনটি এই অধমেরই করা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।