সুপ্রিম কোর্ট বার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বহিষ্কৃত ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। আজ রোববার তিনি মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
পরে সাংবাদিকদের ব্যারিস্টার হুদা বলেন, বেগম খালেদা জিয়ার আশ্বাসের প্রেক্ষিতেই তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এ নির্বাচনে তিনি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে কাজ করবেন বলেও জানান।
এর আগে এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার পর ব্যারিস্টার হুদা পৃথক প্যানেলে নির্বাচন করার ঘোষণা দিয়ে এ নির্বাচনের আগে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করার জন্য বেগম খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানান।
তবে শনিবার রাতে গুলশানে বেগম খালেদা জিয়ার সাথে রুদ্ধদ্বার বৈঠকের পরেই পাল্টে যায় হুদার মনোভাব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।