আমাদের কথা খুঁজে নিন

   

রূপসী দাসিয়ার ছড়া: বাংলাদেশের ভূ-খণ্ডে ভারতীয় এক ছিটমহল

'জীবন' হলো এক কাপ গরম চা আর একটা জ্বলন্ত বেনসনের মতো। গরম চা একসময় জুড়িয়ে যাবে, বেনসনের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

অফিসের কাজে কুড়িগ্রাম যাওয়া হয়েছিল গত বছরের শুরুর দিকে। মূলত: কুড়িগ্রাম জেলার ৩ টি উপজেলার (উলিপুর, রাজারহাট এবং ফুলবাড়ি) স্বাস্থ্য কমপ্লেক্স ভিজিট করাই আমাদের টীমটির কাজ ছিল। উঠেছিলাম কুড়িগ্রাম সার্কিট হাউজে।

এ পর্যন্ত যতগুলো সার্কিট হাউজ আমি দেখেছি, কুড়িগ্রামেরটাই বেশি ভালো লেগেছে। যথারীতি অন্যান্য বারের মতো এবারও আমরা ঠিক করলাম, আশেপাশের কিছু এলাকা ঘুরে দেখবো। উল্লেখ করার মতো দু’টি অদ্ভূত সুন্দর জায়গা ঘুরে এসেছি। কুড়িগ্রাম সার্কিট হাউজ ফুলবাড়ি উপজেলায় অবস্থিত ভারতের একটি ছিটমহল ’দাসিয়ার ছড়া’। দুপুরে খাবার পর সবাই মিলে রওনা হলাম দাসিয়ার ছড়া গ্রামের উদ্দেশ্যে।

ভয়ঙ্কর এক সরু সাঁকো পার হয়ে পৌঁছে গেলাম আমার দেখা অন্যতম সুন্দর একটি গ্রামে। তখন অবশ্য ধান কাটার মৌসুম আসন্ন প্রায়। তাই হয়তো দাসিয়ার ছড়ার সৌন্দর্য দু’চোখ ভরে উপভোগ করেও শেষ করতে পারলামনা। ভয়ঙ্কর সেই সরু সাঁকো ভয়ঙ্কর সেই সরু সাঁকো আমরা সবাই সাঁকোর উপর দিয়ে পার হচ্ছি অপরূপা সুন্দরী দাসিয়ার ছড়ার কিছু ছবি দেখুন: স্থানীয়দের সাথে কথা বলে জানলাম, দাসিয়ার ছড়া গ্রামটির চারদিকে বাংলাদেশের মাটি। গ্রামটি বাংলাদেশের মধ্যে পড়লেও এখানের সব আইন কানুন ভারতের কুচ-বিহার রাজ্য থেকে পরিচালিত হয়।

বিশেষ করে জমি-জমা বিষয়ক ব্যাপারগুলো উল্লেখযোগ্য। তবে ওই গ্রামের মানুষগুলো কিন্তু ভারতীয় হলেও ফুলবাড়ির বাংলাদেশি মানুষের সাথে তাদের কোন পার্থক্যই খুঁজে পাবেনা কেউ। দাসিয়ার ছড়া গ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য, এখানে ঘরে ঘরে গাঁজার গাছ। কিন্তু যেহেতু গ্রামটি ভারতীয় অংশ, তাই বাংলাদেশী আইনে গাঁজা চাষ নিষেধ হলেও এখানে বাংলাদেশী আইন চলবেনা। গাঁজার গাছ অপরূপা সুন্দরী দাসিয়ার ছড়ার আরও কিছু ছবি দেখুন: পরদিন রওনা হলাম ভুরুঙ্গামারীর সোনাতলা বর্ডারে।

কুড়িগ্রাম থেকে ভুরুঙ্গামারী পর্যন্ত প্রায় আড়াই ঘন্টার রাস্তার চরম খারাপ অবস্থা। ভুরুঙ্গামারীর পৌঁছানোর পর মহান মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্থ সোনাতলা ব্রীজ হয়ে গেলাম সোনাতলা বাংলাদেশ-ভারত বর্ডারে। ওখানে বিডিআর ক্যাম্পে আমাদের পরিচয় দেবার পর জৗনক বিডিআর সদস্য আমাদের সাথে করে নিয়ে গেলেন একেবারে বর্ডার পর্যন্ত। তাঁর সহযোগীতায় বর্ডার এলাকা ঘুরে দেখলাম। স্থানীয়দের বর্ণনায় জানলাম, এই বর্ডার প্রায়ই অশান্ত থাকে।

ভারতীয় বিএসএফ গুলি করে প্রচুর বাংলাদেশী এখানে মেরে ফেলছে। ভারতের সাথে বাংলাদেশের এ এলাকায় ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া রয়েছে, যার ও পাশে ভারত তার বিএসএফ-দের টহলের জন্যে পাকা রাস্তা বানিয়ে দিয়েছে। সোনাতলা ব্রীজ বিডিআর জওয়ান আমাদের বর্ডার এলাকা ঘুরিয়ে দেখাচ্ছেন বাংলাদেশ-ভারত বর্ডার বাংলাদেশ-ভারত বর্ডারে কাঁটা তারের বেড়া সন্ধার আলো ফিকে হতে লাগলো, আমরাও রওনা হলাম কুড়িগ্রামের উদ্দেশ্যে। আমার আগের কিছু লেখা: টাঙ্গুয়ার হাওড়: যার সৌন্দর্যের তুলনা সে নিজেই বারিক্কা টিলা: বাংলাদেশের মানচিত্রে যেন ছোট্ট একটি ভূ-স্বর্গ কালিমপং-লাভা-লোলেগাঁও: যেন পৃথিবীর বুকে একটুকরো স্বর্গ সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত মসূয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।