আজ ৪ মার্চ বাংলাদেশের বুকে প্রথম কোন দূর্বল রাজনৈতিক দলের ডাকা দুইদিন ব্যাপি হরতালে সারা দেশের মানুষ সাড়া দিয়ে সফল ভাবে হরতাল পালন করে বুঝিয়ে দিল বাংলাদেশের বুকে আরেকটি রাজনৈতিক দলের আহবান বাতাসে ভাসছে ।
আজ দেশে মারা গেছে ৪জন। গতকালের হিসাব ৩০ আর তার আগের দিনে ৭৪ জন এই হলো সর্বসাকুল্যে হিসাব। দুই দিনের শেষে আমাদের জনসংখ্যার হিসাব লিখতে হবে একটু অন্য ভাবে ১৫ কোটি ৬৪ লক্ষ বর্তমানে ১৫ কোটি ৬৩ হাজার ৮৯২ জন।
একই সময়ে প্রণব মুখার্জি এসেছে আমাদের দেশে কাজে নাকি শশুরবাড়ি ঘুরতে।
শশুর বাড়ি থেকে যদি কিছুর ধান্দা করা যায় সেটাই ভালোনা? তবে সাবধান ভাগে কম পড়লে কিন্তু সমস্যা।
আমাদের বিরোধী নেত্রী কিন্তু জামাতের সাথে একাত্রতা ঘোষণা করেছে। সুতরাং এই মুহুর্তে বাংলাদেশে রাজনীতির পট পরিবর্তন হচ্ছে। তাই আমাদের সকলের অবগতি রাখা প্রয়োজন যে আগামীর কর্ণধরের সাথে সম্পর্কের উন্নতি করা। তা না হলে কিন্তু দু দিনে ঘর বাড়ি সব ছাড়তে হবে।
আগামী কাল বিএনপির ডাকা হরতাল সাবধান সবাই মাঠে থাকেন তা না হলে কিন্তু ককটেল পড়তে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।