আমাদের কথা খুঁজে নিন

   

জনসংখ্যার ভারে নিমজ্জিত হে স্বদেশ! তোমার গন্তব্য কোথায়?

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
কৈশোরে বিটিভিতে একটা কমেডি নাটক দেখেছিলাম..ভবিৎষত বাংলাদেশের কল্পিত কাহিনী নিয়ে...ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে পকেট ভর্তি করে বাজার নিয়ে ফেরৎ আসা কিংবা ভিক্ষাবৃত্তির নূন্যতম হার ইত্যাদি মজার বিষয় দেখালে রুঢ় সত্যটা ছিল সে নাটকে...আমাদের ভবিৎষত কি? ছবিটি বড় করে দেখতে: Click This Link উপরের ছবিটি নর্থ আমেরিকার (এবং পৃথিবীর) অনত্যম দুটো সমৃদ্ধ দেশের সাথে বাংলাদেশের তুলনা...যারা ক্ষাণিক অর্থনীতি নিয়ে নাড়া-চাড়া করেছেন জানবেন দেশের মোট সম্পদ জনগণের মাথা প্রতি বন্টনের পরিমাণের উপর একটি রাষ্ট্রের সমৃদ্ধি বিবেচিত হয় সাধারণভাবে....উপরের ছবি থেকে কি ধারণা হচ্ছে? অদূর ভবিৎষতে কিংবা দূর ভবিৎষতে কোথায় দাড়াবো আমরা? ব্লগে আমরা সমাজ-রাষ্ট্র নিয়ে যেসব হতাশা-দু:খের কথা বলি একটি পিছন ফেরে তাকালে দেখা যাবে সব কিছুর মূলেই এই মানুষের চাপ..এই চাপে কোন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় না...কোন সুন্দর টিকানো যায় না....কোন উদ্যোগ নিয়ে আগানো যায় না... ভারতের উদহারণ অনেকেই টানতে পারে...অর্থনীতির ক্ষেত্রে এবং মানবসম্পদ রপ্তানিতে ভারতে আমাদের চেয়ে সহস্র বর্ষ দূরে চলে গেছে...আমাদের কি তাদের মত নেতৃত্ব পাবো আগামী ৫০ বছরে? আজ থেকে ২০-৩০ বছর পর অবস্হাটা কেমন হবে?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.