আমাদের কথা খুঁজে নিন

   

.............জয়ের আনন্দে ১৬ কোটি যোদ্ধা ..........

হাউকাউ পার্টি

বিশ্বকাপের বাংলা সেনা দুরন্ত সকিব বিশ্বজয়ের স্বপ্নচোখে জ্বলছেরে ধিক ধিক Love u Sakib, Love u Sakib, Love u Sakib ব্যাটে বলে সাকিব যেন দূর্দান্ত এক যোদ্ধা নির্ভার তার মুখটি দেখে চিন্তায় ক্রিকেট বোদ্ধা ভাংগেনা সে শত চাপে রান তুলে নেয় বলের ফাঁকে বল হাতেও সমান তালে লাগায় চাপর শত্রুর গালে স্বপ্ন তাহার আকাশ ছোয়ার বন্ধ্যা নয় যে অন্ধ কুয়ার এগিয়ে যাবে, এগিয়ে যাও নিজে নাচো দেশকে নাচাও সামনে যাবে, সামনে যাও পুরো জাতি শুদ্ধা। তাকিয়ে তোমার মুখটি পানে ক্রিকেট প্রেমি, ক্রিকেট পাগল আছেন যত বোদ্ধা, সংগে আছি আমরা দেশের ১৬ কোটি যোদ্ধা । । আজকে খুব আনন্দের দিন আমার, আমাদের সবার। জাতি হিসাবে আমরা মনে হয় খুব বেশি আবেগ প্রবন, তার প্রমান পেলাম নিজেকে দিয়েই। খেলা শেষে বারান্দায় দাড়িয়ে রাস্তায় বিশাল বড় পতাকা হতে ছেলেদের আনন্দ মিছিল দেখছিলাম, এই জয় যেন প্রতিটা বাংলাদেশিরই জয়, কেন যেন তখন চোখটা বার বার ভিজে উঠছিল। এই কবিতাটা আমার লেখা না, এটা এমনই এক অবেগী, পাগল বাংলাদেশির লেখা। জয়ের আনন্দে তার হাত থেকে কবিতা হয়ে বের হয়ে এসেছে। সোমহেপি, আমার পাগলা এই ভাইটা নেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে কয়েকদিন থেকে, কিন্তু তার এই আনন্দ সে সাবার মাঝে ছিড়িয়ে দিতে চাচ্ছিল আজই, এখনই, এই মূহুর্তেই..... আনন্দ মনে হয় এমনই একটা জিনিস যা একা একা উপভোগ করা যায় না........ তাই তার হয়ে কবিতাটা আমি আমার ব্লগে দিলাম......... শুভকামনা বাংলাদেশে ক্রিকেট টীম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.