মমিনুল হক ও সোহাগ গাজীর শতকে প্রথম ইনিংসে ৫০১ রান করে বাংলাদেশ। এর আগে কেন উইলিয়ামসন ও বিজে ওয়াটলিংয়ের শতকে ৪৬৯ রান করে নিউজিল্যান্ড। চতুর্থ দিন দুই দলের প্রথম ইনিংস শেষ হলেও এখনো ফলাফলের আশা দুই দলেরই। তবে ফলাফলটা নিজ ঘরেই তুলতে চায় বাংলাদেশ। এমন আত্মবিশ্বাস নিয়েই সকাল ৯টা থেকে মাঠে বল হাতে টাইগাররা।
বাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজী জানান, জয়ের জন্যই খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে যত দ্রুত সম্ভব অলআউট করাই লক্ষ্য।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শেষ ঘন্টার খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় রোববার পঞ্চম ও শেষ দিনের খেলা নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট আগে সকাল ৯টায় শুরু হয়েছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ উইকেটে ১১৭ রান নিয়ে খেলা শুরু করেছে নিউজিল্যান্ড।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।