বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
মহাজনের গদি তো আমাদের সবারই কমবেশী দেখা। উঁচু কাঠের জল চৌকি বা সিমেন্টের বেদী। তার উপর সাদা চাদরে ঢাকা পুরু গদী। তার উপরে কাঠের একটা ক্যাশ বাক্স।
উপরে কয়েকটা লাল রং এর খাতা। পাশে মোটা তাজা কোন এক মহাজন বসা।
দলে দলে সেখানে আসে গ্রাম থেকে সব কৃষকরা। কেউ গরুর গাড়ীতে, কেউ ভ্যানে, আবার আশ পাশ থেকে কেউ মাথায় করে ধানের বস্তা নিয়ে আসতো। ভোরবেলাতে বাজারে মহাজনের দোকানের সামনে হাজির হতো।
কৃষক নিজেরা বহন করে নিয়ে আসতো ধান আর বিক্রি করতো বাজারের মহাজনদের কাছে। মহাজনরা দাম কম বলতো। সেটা নিয়ে চলতো দর কষাকষি। এভাবে এক মহাজন থেকে অন্য মহাজনের কাছে ঘুরতে হতো কৃষকদের।
আর এখনকার চিত্র পুরা উল্টা।
এখন আর কৃষকরা মহাজনদের কাছে ধর্না দেয় না। উল্টো মহাজনরাই কৃষকদের কাছে যায়। আগে থেকে বায়না করে ধানের জন্য। কৃষক কিছুটা হলেও শোধ তুলতে চায় পূর্বের অবস্থার জন্য। মহাজনরা গাড়ী নিয়ে যায় কৃষকের বাড়ীতে, সেখানেই চলে দরকষাকষি।
ওখানেই গাড়ীভর্তি করা হয় ধানের বস্তা দিয়ে।
কৃষকের কষ্ট এখন অনেক কমে গেছে। ধান বিক্রির অতিরিক্ত কষ্ট আর সহ্য করতে হয় না তাদের। সত্যিই দিন বদলেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।