আমাদের কথা খুঁজে নিন

   

সত্যিই আমি ধংস হতে চাই।

অকাট মূর্খ যাকে বলে আমি তাই। সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা। পোড়া কপাল!!
আমি তোমাকে ভালোবাসতে পারিনি। একটুও পারিনি। অথচ তুমি?থাক না হয় পরেই বলব।

আমি শুধু গ্রহন করেই গেছি। নির্লজ্জের মত তোমার দানে আমি আমার সর্বস্ব ভরেছি। নিজেকে সমৃদ্ধ করেছি। অথচ আমি তোমাকে কী দিয়েছি? কিছুই না। তোমার সাথে আমার শেষ দিনটির কথা তোমার মনে আছে?আছে , আমি জানি আছে।

আমি জানি তুমি কখনোই ভুলতে পারবেনা। তুমি পারনা। আমার স্মৃতি ভোলা তোমার যে অসাধ্য তা আমার অজানা নয়। নিশ্চয়ই মনে আছে সেদিন তোমাকে আমি কী বলেছিলাম। বলতো।

হ্যা ঠিকই বলেছ। কিন্তু কেন বলেছিলাম জান?জাননা। বলেছিলাম কারন মানুষের দুঃখী মুখ দেখতে আমি তখন ভালবাসতাম। রীতিমত মানুষকে দুঃখ দেয়ার চর্চা করতাম তখন। এ এক ছেলেমানুষী খেলা,যার অর্থ আর পাঁচজনের কাছে নেই কিন্তু আমার কাছে ছিল।

তোমার সাথে আমার ভালোবাসার অভিনয় এ জন্যেই করা। বিশ্বাস কর, তোমার সেইদিনকার মত দুঃখী আর অসহায় মুখ আমার জীবনে আর কখনোই কারো দেখিনি। আচ্ছা বলতে পার, মানুষ কেন অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়?আজতো পারলেনা। অথচ তুমিই আমাকে বলেছিলে যে মানুষ "কিলিং এপ" বা "খুনে বাঁদর" থেকে এসেছে। তাই মানুষের মজ্জাগত ব্যাপার হচ্ছে হিংস্রতা।

তাই মানুষ অন্যের কষ্টে আনন্দ পায়। আজ আমার খুব কষ্ট। খুব। কী তুমি আনন্দ পাচ্ছ?কেন পাচ্ছনা?তুমি কী নিজে বাঁদর থেকে আসনি তাই প্রমাণ করতে চাইছ?দুষ্টামি করলাম। আমি জানি আমার দুঃখে তুমি কখনোই হাসবেনা।

কখনোই না। জান, আজ তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছা করে। কিন্তু পারিনা। কোথায় হারিয়ে গেছ তুমি, কোন সুদূরে। ইচ্ছা করলেও তোমাকে পাবনা।

আমি জানি তুমি যেখানেই থাকনা কেন, আমি সবসময় তোমার কাছে আপন। আজ তোমার কাছে একটি অনুরোধ, প্লিজ তুমি আমাকে অভিশাপ দিও, আমার উপর রাগ করো। অভিশাপ দিও আমি যেন ধংস হয়ে যাই,জানি তুমি পারবেনা। তবুও চেষ্টা করো। সত্যি আজ আমি ধংস হতে চাই।

তাতে যদি কিছুটা পাপমুক্তি হয়। বিশ্বাস করুন এই রকম প্রেমের কাহিনী আমি শুনিনি। কখনোই শুনিনি। আর একটা মানুষের খামখেয়ালী যে কত নিষ্ঠুর হতে পারে তা আমি আজই জানলাম। অনুমতি মেলেনি।

তাই সেইভাবে লিখতে পারলাম না। কিছুটা ধারনা দেয়ার চেষ্টা করেছি। খারাপ লাগলে সেটা আমারই দোষ।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।