আমাদের কথা খুঁজে নিন

   

কপাল যোগ সত্যিই হয়

লটারী, র‌্যাফেল ড্র এগুলো সবই তো কপালের ব্যাপার। ছোটবেলা থেকেই দেখেছি এসব ব্যাপারে আমার কপালের সাইজটা এতই ছোট যে মাইক্রোসকোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না। টারজানের ব্যাপারেও এমনটাই ছিল। শুনেছি বিয়ের পর নাকি এসবের ভাগ্য খোলে। আমাদের বিয়ের পর তেমন কোন লক্ষণ পাচ্ছিলাম না।

বিয়ের পরের বছর একটা ট্যুরে দুজন একসাথে গিয়েছিলাম, সেখানে র‌্যাফেল ড্র-তে নিয়ম ছিল যে একটা পুরষ্কার পাবে সে পরেরজনের কুপন তুলবে। দ্বিতীয় পুরষ্কার পেয়েছিল এক ছোট ভাই। পুরষ্কারটা ছিল একটা কাঠের গয়নার বাক্স। সে এটা নিয়ে কী করবে, তাই আমাকে দিয়ে দিয়েছিল। তাই পরের পুরষ্কারের কুপনটা আমাকেই তুলতে হল।

তুলে দেখি সেটা আমারই কুপনের নাম্বার। তাই প্রথম আর দ্বিতীয় দুইটা পুরষ্কারই আমার কপালে জুটল। বুঝলাম সেদিন, দুজনের কপালের যোগ আসলেই ঘটেছে। প্রথম পুরষ্কারটা ছিল একটা কাপড়ের ফুলসহ ফুলদানীর শোপিস। দুই বছর পর যখন নিজেদের সংসার শুরু করলাম, তখনই দেখলাম কাহিনী।

যখনই কোন অনুষ্ঠানে দুজন একসাথে যাই, র‌্যাফেল ড্র-তে দুজনের কেউ না কেউ কিছু একটা পুরষ্কার পেয়েই যাই। কখনও দ্বিতীয় পুরষ্কার, কিংবা কখনও পেছনের দিকের কোন পুরষ্কার। তবু কেউ না কেউ পাই। এইভাবে ছুরির সেট, ফুলদানী, হটপটসহ নানান ডিজাইনের মগ জমে গিয়েছিল বাসায়। কিন্তু এই কপালের যোগ খুব বেশিদিনের জন্য ছিল না।

চাকরীর সুবাদে (কুবাদে বলাই ভালো) দুজনের আবারও দুই মুল্লুকে বসবাস শুরু। আর সেই সাথে দুজনেরই লটারী-ভাগ্যও গেল হারিয়ে। কেউ আর কোনরকম পুরষ্কার পাই না। এমনও হয়েছে পেয়েও পাইনি। এমন হয়েছে যে কুপনের নাম্বার মিলে গিয়েছে কিন্তু সিরিজ মেলেনি।

এমনকি একবার তো টারজান একটা লটারীতে মোবাইল ফোন জিতেও হাতছাড়া হয়ে গিয়েছিল। কারণ র‌্যাফেল ড্র অনুষ্ঠানের ঠিক আগে সে ওখান থেকে বের হয়ে গিয়েছিল। এই তো সেদিন একটা অনুষ্ঠানের দাওয়াত পেলাম। প্রথমে ঠিক করলাম যে যাব না অনুষ্ঠানে। কিন্তু পরে আবার ইচ্ছা হল আরও অনেকে যাবে শুনে।

একাই গেলাম। কিন্তু রাত অনেক হয়ে গিয়েছিল বলে টারজানকে বললাম যেন এসে আমাকে নিয়ে যায়। সে যখন এল ঠিক তখনই র‌্যাফেল ড্র-এর পর্ব শুরু হল। আমি দুইটা টিকেট কিনেছিলাম। একেকটা নাম্বার ঘোষণা হয় আর আমি হতাশ হই।

শেষ মুহূর্তে এসে যখন কুপন দুটো ছিঁড়ে ফেলব ফেলব করছি তখনই শুনি প্রথম পুরষ্কারের নাম্বারটা আমার। বত্রিশ দন্ত বিকশিত করে নাচতে নাচতে গিয়ে ২৩ লিটারের মাইক্রোওয়েভ ওভেনটা নিয়েই এলাম। কপাল যোগের ব্যাপারটা বিশ্বাস না করে আর যাই কোথায় বলুন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।