আমাদের দেশের নারী সমাজ আগে নিজেকে দামী মানুষ হিসেবে দেখতো। সে জন্যই নিজেদের সতিত্ব রক্ষার লক্ষে সর্বাত্তক চেষ্টা করেছেন। তখন "নারী হয়রানী" নামে কোন আইন করার প্রয়োজন হয়নি। আমার দেশের শত্রুরা যখন দেখল তারা ভাবল, এই দেশ তখনই আয়ত্তে আনা সম্ভব যখন নারীকে ঘর থেকে বের করে পুরুষকে অকেজু করা যাবে।
হানা দিল এন জি ও।
বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারিকে ঘর থেকে বের করল। স্লোগান ধরল
"ঘরের ভিতর থাকব না, স্বামীর কথা মানব না"। এই শুরু ! নারী বের হল রাস্তায়।
শত্রুরা এবার হাসতে শুরু করল। দেখল যে, এদের দিয়ে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।