আমাদের কথা খুঁজে নিন

   

কলাগাছ ধংশ করে জিরে আর বাংলাদেশে ধুকাবাজি করে ভণ্ড পীরে । সত্য জানুন কারা আসল কারা নকল ।।

অলি আউলিয়ার দেশ বাংলাদেশ । পীর মুর্শিদ অলি আউলিয়া দের শানে বেয়াদবি করা মানে আল্লাহ রাছুলের সাথে সম্পর্ক ছিন্ন করা *************************** ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ যারা নুর নবী হজরত সা কে মানেনা , অলি আউলিয়াদের মানেনা তারা মুলত কোরআন না বুঝে আল্লাহকেই মানেনা । আলা আউলিয়া আল্লাহু লা কাউফুন অয়ালাইয়াহযানুন । অর্থ নিশ্চয় আমার বন্ধু বা অলিদের ভয় নেই দুনিয়া ও আখেরাতে । কোরআন ।

এখন অলি কারা , হজরত বড় পীর শাহসৈয়দ সুলতান আব্দুল কাদির জিলানী রা , বায়েজিদ বোস্তামি , খাজা মাইন উদ্দিন চিশতী , হজরত শাহ জালাল ইয়েমেনি রা , হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি রা , , হজরত নিযাম উদ্দিন আউলিয়া প্রমুখ গন আল্লাহর অলি , আউলিয়া বা আল্লাহর বন্ধু । নবীজী বর্ণনা করেছেন , আল্লাহ বলেন আমার বন্ধু বা অলি যারা তারা আমার জোব্বার চাইতেও নিকটে এবং অলিদের বিরুদ্ধে অবস্থান নিলে আমি সয়ং মাবুদ যুদ্ধ ঘোষনা করি , হাদিস বায়হকি । পীর মুর্শিদ অমান্য করে তারা আল্লাহ ও তার রাছুল কে অমান্য করে এবং তারাই মাঝার বা অলিদের মর্যাদা পূর্ণ পবিত্র সমাধি ধংশ কারি । পীর অর্থ পথ দেখানো ওয়ালা / মুর্শিদ অর্থ দিক চিনানো ওয়ালা নবীজী বলেন আল্লাহর বন্ধু বা আউলিয়া গনের মর্যাদা অতি উচ্ছ , তারাই আখেরি নবীর ইসলামকে জিন্দা রাখবে তার শাশ্বত কল্যানে । হাদিস , দুররে ছমিন ।

৫১ কথিকা । কোরআনের আয়াত যারা বায়াত হয় বা মুরিদ হয় তাদের হাত রাছুলের হাতের উপর আর রাছুলের হাত আল্লাহর হাতের উপর । নিশ্চয় আল্লাহ ক্ষমা শীল । কোরআনের একটি অক্ষর বা আয়াত কে অস্বীকার কারী আল্লাহকে অস্বীকার কারী , আর যারা আল্লাহকে অস্বীকার করে তারা নাস্তিক , তাদের ধর্ম কর্ম , এবাদত , আল্লাহর নিকট গ্রহণীয় নয় । সয়ং নবীজী ইসলামের মুর্শিদ ************************* তৌহিদেরও মুর্শিদ আমার মোহাম্মাদের নাম অলি আউলিয়াদের মাজার প্রসঙ্গ এবং তার হেফাজত ************************* ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ মাঝার প্রসঙ্গ কবর ৩ প্রকার ১ সাধারন মানুষের সমাধি ২ অলি আউলিয়া গন বা আল্লাহর বন্ধুগনের মাঝার বা পবিত্র সমাধি ৩, দয়াল নবীজী সা এর রওজা মোবারক ।

আল্লাহর পরে যার স্থান তার রওজা শরিফের নাম নিতে হলে মোবারক শব্দটি তাজিমের সহিত ব্যবহার করতে হবে । সৃষ্টি জগতে তার রওজা মোবারকের সহিত আর কারও কিছু র তুলনা করা বেদাত । মাঝার হল আল্লাহর বন্ধুগন যারা অতি পবিত্র আত্মা তাদের পবিত্র সমাধি । একটি উদাহারন খাজা মাইনুদ্দিন চিশ্তি রা এর মাঝার শরিফ আজমির বাদশা আওরংগ জেবের আমলে এক দল লোক বাদশাহের দরবারে ফরিয়াদ জ্ঞাপন করেন , বাদশা নামদার মাঝারে গান বাজনা হয় এবং তা ইসলামে বেদাত যদি মাঝারটা ভেঙ্গে ফেলতেন উপকার হত । বাদশা নিজের মাঝারের সম্মুখে উপস্থিত ।

হে খাজা মাইন উদ্দিন চিশ্তি রা আপনি যদি আল্লাহর সত্য অলি হয়ে থাকেন তাহলে আমার ছালামের উত্তর দিন আর যদি মিথ্যাবাদি হন তাহলে ভেঙ্গে ফেলব । একবার দুইবার তিন বার চারবার , চার বারের সময় উত্তর আসল অয়া আলাইকুম ছালাম ইয়া বাদশা আওরংগ জেব । বাদশা , হুজুর আমি চার বার ছালাম দিলাম বাকি ৩টি ছালামের সময় আপনি কোঁথায় ছিলেন । হে বাদশা আমি ১ম ছালামের সময় ছিলাম আল্লাহর দরবারে ২য় ছালামের সময় ছিলাম নবীজীর রওজা মোবারকে এবং ৩য় ছালামের সময় ছিলাম বড় পীর আব্দুল কাদির জিলানী রা এর হেরেম শরিফে এবং ৪তুরথ বার এসে উত্তর দিলাম । বাদশা ভয়ে কম্পমান হয়ে তার সমাধিকে কোটি টাকা খরচ করে উজ্জ্বল আদর্শ সৃষ্টি করলেন ।

মৃত্যুর পর আউলিয়াদের রুহ আত্তাধিক রহমতে আরও প্রবল হয় । *********** এই মাঝারের খাদেম আল বিরুনি , তার বাবা ১২ বছর পরে তাকে আল্লাহর কৃপায় লাভ করেন । তারা শোকরিয়া এবং মানত অভিপ্রায়ে মাঝারে আসে পাশেই ঘরম পিরের মাঝার তার নিকটে গেলে বাচ্চাটি প্রশ্রাব করে দেয় , সাথে সাথে শিশুটি মারা যায় । শিশুটির পিতামাতা মৃত লাছ টিকে খাজা মাইনউদ্দিন চিশতীর মাজারে নিক্ষেপ করে , এবং ফরিয়াদ জানায় এতদিন পর আমাদের আশা জীবিত পুত্রকে নিয়ে এসেছিলাম আজ এখানেই মরল তাই লাছটিও তোমার পায়ে রেখে গেলাম । মাঝারের স্পর্শ পাওয়া মাত্রই বাচ্চাটি জিন্দা হয়ে কাদতে লাগল ।

নবীজীর বানী তোমরা দুনিয়ার চাইতে কবরকে বেশি ভালবাসবে এবং হেফাজত করবে এতে পুন্যর কাজ । হাদিস বায়হকি । এতএব মহান অলিদের পায়ের ধুলির সমান বর্তমান যামানার আলেমগন নয় । মহান আউলিয়া কেরাম গন সাহাবিদের আউলাদ । আর বর্তমান যামানার কীর্তিকলাপ ভাল নয় ।

অনেকেই পীর সাজে ভণ্ডামি করে , মিথ্যা কাজকারবার করে এদের নিকট থেকে সাবধান । আর যারা ভাল তাদের নিকট গিয়ে সত্য জানা এবং তওবা করা ফরজ । ভণ্ডদের নিকট থেকে রক্ষা আর ভালর দিকে যাওয়া আল্লাহর হেদায়েত । এখন কেমনে ভাল মুর্শিদ বা পীর চিনব । ভাল মুর্শিদ বা পথ দেখানোওয়ালা কখনও কোরআন হাদিস অমান্য করবেনা , বেদাতি কাজকারবার করবেনা , শরীয়ত বজায় রাখবে ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে দূরে থাকার নির্দেশ দেবে ।

এমন মহান ব্যক্তির নিকট তওবা করা ফরজ । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।