সীমানার প্রাচীর টপকাতে হবে
বিশ্বকাপ ফুটবল ২০১০ এর ফিকচার হয়ে গেল। কোন কোন দল খুশি সহজ গ্রুপ পাওয়াতে। আবার কোন কোন দল কঠিন গ্রুপে পড়ে টেনশনে আছে। হর্স পাওয়ারদের মধ্যে ব্রাজিল বেশ কঠিন গ্রুপে পড়েছে। এই গ্রুপটাকেই ফুটবল বোদ্ধারা গ্রুপ অব ডেথ বলছেন।
জার্মানীর গ্রুপটাও বেশ কঠিন। এর বাইরে ফ্রান্স, ইটালী আর স্পেন পড়েছে মাঝারী মানের গ্রুপে। আর্জেন্টিনা আর ইংল্যান্ড সবচেয়ে খুশি। কারন সবচেয়ে সহজ গ্রুপটা তারাই পেয়েছে।
গ্রুপ যেমনই হোক হর্স পাওয়ারদের জন্য আসল খেলা তো নকআউট রাউন্ড থেকে।
গ্রুপে দামাল খেলে নকআউটে হেরে গেলে তো সব শেষ। এবার তাই দেখা যাক নকআউট পর্বে কোন কোন গ্রুপ থেকে কোন কোন দেশ উঠতে পারে। শুরুমাত্র সম্ভাবনার বিচারেই বিশ্লেষন করার চেষ্টা করব। শেষ মেষ সব হিসাব মিলবে না অবশ্যই। অঘটন ঘটবে।
চমক দিয়ে দুর্বল দল নকআউটে উঠে যাবে। আবার শক্তিশালী দল বাদ পড়ে যাবে।
গ্রুপ এঃ দক্ষিন আফ্রিকা, মেক্সিকো, ফ্রান্স, উরুগুয়ে
একমাত্র গ্রুপ যেখানে দুইটি বিশ্ব চ্যাম্পিয়ান এক গ্রুপে ঠাই পেয়েছে - ফ্রান্স আর উরুগুয়ে। তবে উরুগুয়ের সেই দিন আর নাই। নকআউট পর্বে যেতে পারাটাই এখন তাদের জন্য বিশাল অর্জন হিসেবে বিবেচিত হবে।
বিশ্বকাপের ফাইনাল রাউন্ডে তারা এসেছে বেশ খুড়ে খুড়ে। এই গ্রুপের সবচেয়ে দুর্বল দল তারাই। আর কোন সন্দেহ ছাড়াই ফ্রান্স এই গ্রুপের হট ফেভারিট। তারা উঠতে যাচ্ছে নকআউট পর্বে। বাকি থাকল দক্ষিন আফ্রিকা আর মেক্সিকো।
আপাতদৃষ্টিতে মেক্সিকো ফেভারিট। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। আজ পর্যন্ত এমন কোন বিশ্বকাপ হয়নি যেখানে স্বাগতিক দল নকআউট রাউন্ডে যেতে পারেনি। এমনকি ইউ এস এ, দক্ষিন কোরিয়া আর জাপানের মত দেশও নকআউট পর্বে খেলেছে স্বাগতিক দেশের সুবিধা নিয়ে। তাই আমার অনুমান অনুযায়ী ফ্রান্সের সাথে সাথে দক্ষিন আফ্রিকা যাচ্ছে পরবর্তী রাউন্ডে।
গ্রুপ বিঃ আর্জেন্টিনা, নাইজেরিয়া, দক্ষিন কোরিয়া, গ্রীস
এমন গ্রুপ পাওয়াতে আর্জেন্টিনা খুব খুশি। আর্জেন্টিনার ভক্তরাও খুব খুশি। কিন্তু মনে আছে ১৯৯৪ সালের বিশ্বকাপের কথা? নাইজেরিয়া আর বুলগেরিয়ার সাথে একই গ্রুপে থেকে তারা হয়েছিল তৃতীয়। ভাগ্যিস ঐ সময়ে তৃতীয় দলের নকআউটে উঠবার সুযোগ ছিল (সেরা চারটি তৃতীয়)। তাই তারা নকআউটে খেলতে পেরেছিল।
এবার সেই সুযোগ নেই। তাই সহজ গ্রুপ বলে হেলাফেলা করার কোন সুযোগ নেই। দলের মেরিট চিন্তা করলে এই গ্রুপে আর্জেন্টিনা হট ফেভারিট তা আর বলার অপেক্ষা রাখে না। বাকিদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা যায়। আফ্রিকা মহাদেশে খেলার সুবিধা নিয়ে আমার মনে হয় নাইজেরিয়া উতরে যাবে।
কারন গ্রীস আর দক্ষিন কোরিয়া প্রায় তাদের সমমানের দল। তাহলে আর্জেন্টিনা আর নাইজেরিয়া যাচ্ছে পরের রাউন্ডে।
গ্রুপ সিঃ ইংল্যান্ড, ইউ এস এ, আলজেরিয়া, স্লোভেনিয়া
আর্জেন্টিনার গ্রুপের মতই আরেক সহজ গ্রুপ। ইংল্যান্ড যাচ্ছে নকআউট পর্বে। বাকি দলগুলো প্রায় সমমানের।
হাড্ডাহাড্ডি লড়াই হবে তাদের মধ্যে। স্লোভেনিয়া বেশ ভাল খেলে বিশ্বকাপে এসেছে। ইউ এস এ ও বেশ শক্ত দল। আর আলজেরিয়ার আছে নিজেদের মহাদেশে খেলার সুবিধা। আমার ধারনা হাড্ডাহাড্ডি লড়াই শেষে ইউ এস এ পরের রাউন্ডে উঠে যাবে।
তাহলে এই গ্রুপ থেকে উঠছে ইংল্যান্ড আর ইউ এস এ।
গ্রুপ ডিঃ জার্মানী, অস্ট্রেলিয়া, সার্বিয়া, ঘানা
বেশ শক্ত গ্রুপ। গতবারের চমক জাগানো দল অস্ট্রেলিয়া এবারও আছে দারুন ফর্মে। সার্বিয়াও বেশ শক্ত দল। সাথে আছে আফ্রিকার শক্ত দল ঘানা।
নকআউটে যেতে হলে জার্মানীকে তাই বেশ কাঠখড় পোড়াতে হবে। মেশিনের স্টাইলে ফুটবল খেলা জার্মান দল উতরে যাবে বলেই আমার বিশ্বাস। কিন্তু কথা হল সাথী হবে কে? বাকি কোন দলই ফেলে দেয়ার মত না। সার্বিয়া আর অস্ট্রেলিয়ার সামনে আমার ধারনা ঘানা টিকতে পারবেনা। শেষ পর্যন্ত সার্বিয়া টিকে যাওয়ার সম্ভাবনা বেশি।
তাহলে এই গ্রুপ থেকে জার্মানী আর সার্বিয়া উঠছে।
গ্রুপ ইঃ নেদারল্যান্ড, ডেনমার্ক, জাপান, ক্যামেরুন
মাঝারী মানের গ্রুপ। পরের রাউন্ডে যেতে নেদারল্যান্ডের খুব সমস্যা হওয়া উচিত না। জাপান এবার কতদূর কি করতে পারবে বলা মুশকিল। ক্যামেরুন খুব ভাল ফুটবল খেলছে বলা যাচ্ছে না।
তাই রাফ এন্ড টাফ খেলা ডেনমার্ক উঠে যাবে পরের রাউন্ড নেদারল্যান্ডের সাথে সাথে।
গ্রুপ এফঃ ইটালী, প্যারাগুয়ে, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া
বিশ্ব চ্যাম্পিয়ার ইটালীর জন্য নকআউটের রাস্তা খোলাই বলা যায়। বাকি দলগুলোর মধ্যে নিউজিল্যান্ড দুর্বল। গ্রুপের শেষ স্থানেই তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। প্যারাগুয়ে আর স্লোভাকিয়ার মধ্যে বলা কঠিন কে পরের রাউন্ডে উঠছে।
ইউরোপের মাটিতে খেলা হলে হয়ত স্লোভাকিয়ার পক্ষে বাজি ধরার যুক্তি খুজে পাওয়া যেত। কিন্তু খেলাটি আফ্রিকার মাটিতে হচ্ছে বলে প্যারাগুয়ের পক্ষে বাজি ধরছি। তাহলে এই গ্রুপে ইটালী আর প্যারাগুয়ে টিকে যাবে।
গ্রুপ জিঃ ব্রাজিল, উত্তর কোরিয়া, আইভরিকোস্ট, পর্তুগাল
এই গ্রুপটা এবার আখ্যা পেয়েছে গ্রুপ অব ডেথ হিসেবে। কিন্তু তারপরেও ব্রাজিলকে ঠেকাবে এমন সামর্থ কার? পর্তুগাল ফাইট দিতে পারে।
আইভরিকোস্ট আর উত্তর কোরিয়া পক্ষে ব্রাজিলকে সামলানো সম্ভব না। ব্রাজিল যাচ্ছে নকআউট রাউন্ডে। দ্বিতীয় স্থান নিয়ে পর্তুগাল আর আইভরিকোস্টে লড়াই হবে। আফ্রিকার মাটিতে খেলার সুবিধার পরেও দলীয় শক্তি বিবেচনায় পর্তুগাল উঠে যাবে পরের রাউন্ডে। আফ্রিকার সবচেয়ে শক্তিশালী দল হবার পরেও আইভরিকোস্টকে বাদ পড়তে হবে শক্ত গ্রুপে থাকার কারনে।
গ্রুপ এইচঃ স্পেন, সুইজারল্যান্ড, হন্ডুরাস, চিলি
স্পেন চিরকালের গ্রুপ পর্বের রাজা আর নকআউট পর্বের প্রজা। যেহেতু কথা হচ্ছে গ্রুপ পর্ব নিয়ে তাই স্পেন সন্দেহাতীত হট ফেভারিট। ইউরোপিয়ান চ্যাম্পিয়ান নকআউট পর্বে যাবে হেসে খেলেই। নতুন দল হন্ডুরাস আউট হবে একই রকম হেসে খেলে। বাকি থাকল সুইজারল্যান্ড আর চিলি।
সুইজারল্যান্ডের ডিফেন্স বেশ চমৎকার। কিন্তু আমার ধারনা আফ্রিকার মাটিতে এটাকিং খেলা হবে। আর তাতে এটাকিং দল চিলির সাথে সুইজারল্যান্ড পেরে উঠবে না। স্পেনের সাথে তাই চিলি যাচ্ছে পরের রাউন্ডে।
আসল খেলাটা কিন্তু শুরু হবে নকআউট রাউন্ড থেকেই।
সামান্য একটা ভুলের জন্য দিতে হবে কড়া মাশুল। তাহলে অপেক্ষা খেলার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।